22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁর মহাদেবপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ভাইয়ের লাশ দেখতে গিয়ে নিজেই দূর্ঘটনার শিকার হলেন

নওগাঁর মহাদেবপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ভাইয়ের লাশ দেখতে গিয়ে নিজেই দূর্ঘটনার শিকার হলেন

এনবিএন ডেক্স: নওগাঁর মহাদেবপুরে  সড়ক দূর্ঘটনায় নিহত ভাইয়ের লাশ দেখতে যাবার সময় নিজেই দূর্ঘটনার শিকার হয়ে আয়েশা বেওয়া এখন হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তার ভাইয়ের শেষ মুখদর্শন করা তার আর হলোনা। মহাদেবপুর উপজেলা স্বাস’্য কমপ্লেক্সের বেডে শুয়ে মান্দা উপজেলার গাড়ীক্ষেত্র গ্রামের মৃত ময়েজ উদ্দিনের স্ত্রী আয়েশা বেওয়া (৫০) জানান, তার ভাই সাপাহার উপজেলার মাইলডাঙ্গা গ্রামের ইয়াছিন আলীর পুত্র আব্দুল জব্বার (৪৫) মঙ্গলবার সকালে ওই গ্রামের জিয়াউল ও মাহবুব নামে ২ সহোদরের সাথে তাদের মটরসাইকেলের পিছনে বসে গাড়ীক্ষেত্র থেকে বেরিয়ে সন্ধ্যার আগে বাড়ী ফিরছিল। সন্ধ্যায় তারা পত্নীতলা উপজেলার পার্বতীপুর নামক স্থানে পৌঁছলে মটরসাইকেলের পিছন থেকে জব্বার পাকা সড়কের উপর পড়ে যায়। পিছন দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে গেলে ঘটনাস’লেই তার মৃত্যু হয়। মোবাইল ফোনের মাধ্যমে ভাইয়ের মৃত্যুর খবর জানতে পেরে আয়েশা বেওয়া, তার ছোট ছেলে সাদেকুল ইসলাম (৩০), মালয়েশিয়ায় কর্মরত বড় ছেলের স্ত্রী রশিদা বেগম (৩০) সহ একটি ভূটভুটি যোগে সাপাহারের উদ্দেশ্যে রওনা দেন। রাত ৯ টার দিকে মহাদেবপুর-নজিপুর পাকা সড়কের এনায়েতপুর নামক স’ানে ভূটভুটিটি উল্টে গেলে আয়েশা, রশিদা, সাদেকুল ও ভূটভুটির চালক দুলাল আহত হয়। তাদেরকে মহাদেবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে। আব্দুল জব্বারের মৃত্যুর ঘটনায় তার পুত্র মাহবুবুর রহমান বাদী হয়ে পত্নীতলা থানায় একটি মামলা দায়ের করেছেন। বুধবার সকালে পুলিশ তার লাশ ময়না তদন্তের জন্য নওগাঁ মর্গে পাঠায়। #

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …