22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁর পোরশার মর্শিদপুর ইউপি ভবনের জরাজীর্ণ অবস্থা : লাগেনি ডিজিটাল ছোঁয়া

নওগাঁর পোরশার মর্শিদপুর ইউপি ভবনের জরাজীর্ণ অবস্থা : লাগেনি ডিজিটাল ছোঁয়া

এনবিএন ডেক্স: নওগাঁর পোরশা উপজেলার মর্শিদপুর ইউপি ভবনে লাগেনি ডিজিটাল ছোঁয়া। উপজেলার ৬টি ইউপির মধ্যে মর্শিদপুর ইউপিতে পূর্বের জরাজীর্ন একতলা ভবনেই চলছে সকল কার্যক্রম । যেখানে সরকার প্রতিটি ইউপি ভবন আধুনিকায়ন করেছে, সেখানে ঐ ইউপির কার্যক্রম চলছে পূর্বের জরাজীর্ন ভবনেই। ভবনটি আধুনিকায়ন না হওয়ায় জরাজীর্ন ঐ ভবনেই বসে চেয়ারম্যান ও সদস্যদের কাজকর্ম চালিয়ে যাওয়া মেনে নিতে পারছেনা ইউপি বাসী। সরজমিনে গিয়ে দেখা গেছে ইউপি ভবনটি শিশা বাজারে অবসি’ত। তৎকালীন জেলা প্রশাসক মোহাম্মদ আলী ১৯৯৮ইং সালে নির্মীত ভবনটির উদ্বোধন করেন। এর পরে আর ভনটির কোন প্রকার সংস্কার করা হয়নি। দেখাগেছে একতলা ভবনটির দেয়ালের অধিকাংশ জাগায় প্লাষ্টার উঠে গিয়ে ফাটলের সৃষ্টি হয়েছে। বৃষ্টি হলেই দেয়াল স্যাঁত স্যাঁতে হয়ে যায়। অনেক সময় কাগজ পত্র নষ্ট হয়ে যায়। দরজা জানালা গুলোর অবস্থাও ভাল নেই। চেয়ারম্যান সাহেব বসেন একটি ছোট রুমে। সেখানে জনসাধারনের বসার পর্যাপ্ত জায়গা নেই। সভা কক্ষে বড় কোন সভার আয়োজন করলে বসার সমস্যার জন্য অনেক সময় সে সভার কাজ বাইরে খোলা জাগায় করতে হয়। উপসি’ত সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান মেহেদী হাসান বকুলের সাথে কথা বললে তিনি জানান আধুনিকায়নের এ যুগে আমাদের ইউপি ভবন না হওয়ায় এ এলাকার জনসাধারন বিভিন্ন সেবা থেকে বঞ্চিত হচ্ছে। তাছাড়া ইউপির কোন নিজস্ব তহবিল না থাকায় আমাদের নিজ উদ্যেগে কোন ভবনও নির্মান করা সম্ভব হচ্ছে না। তিনি আরও জানান আমার জনগনকে নিয়ে আমি বাইরে সভা সেমিনার করি এটা খুব কষ্ট লাগে। তবে তিনি সংশ্লিষ্ট প্রশাসনের নজর ও জরুরী ভিত্তিতে ইউপি ভবন নির্মানের দাবি জানান । উল্লেখ্য উপজেলার ছয়টি ইউপির মধ্যে মর্শিদপুর ছাড়া বাকি ৫ ইউপি আধুনিকায়ন করা হয়েছে।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …