27 Boishakh 1432 বঙ্গাব্দ শনিবার ১০ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / সমাজের প্রতিটি স্তরে মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে ….ড. সুলতানা কামাল

সমাজের প্রতিটি স্তরে মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে ….ড. সুলতানা কামাল


এনবিএন ডেক্স: আইন ও সালিশ কেন্দ্রর নির্বাহী পরিচালক ও তত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ড. সুলতানা কামাল বলেছেন, মানুষের অদিকারই মানবাধিকার। সমাজের প্রতিটি স্তরে মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে। তাহলে দেশ আরও উন্নত ও অগ্রসর হবে। মানবাধিকার প্রতিষ্ঠা হলে দেশে গুম, হত্যা ও নারী নির্যাতন থাকবে না। সমাজে নারী পুরষের কোন ভেদাভেদ নেই। স্বামী স্ত্রী মিলে মিশে একে অপরকে সহযোগীতায় করতে হবে। তিনি আরও বলেন, মানবাধিকারে কাউকে জোর করে কাজ করার জন্য বাধ্য করা হয় না। যারা এখানে কাজ করেন তারা স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে। তিনি শুক্রবার বিকেলে নওগাঁর আত্রাই উপজেলার রবীন্দ্রনাথ ঠাকুরের কাচারি বাড়ী চত্বরে মানবাধিকার কার্যক্রমকে গতিশীল ও শক্তিশালী করার ল্েয তৃনমূল সংগঠন সমূহের সদস্য পরিবারের সাথে মতবিনিময়, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। মানবাধিাকার সংরন পরিষদের সভাপতি আবুল কালাম আজাদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সুপ্রিয় চক্রবর্তী, সাইদা কামাল, আইন ও সালিশ কেন্দ্রের উপপরিচালক এ্যাড: সানাইয়া ফাহিম আনছারি, আইন ও সালিশ কেন্দ্রের উধ্বতন সমন্বয় এ্যাড: তৌফিআল মান্নান, আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আব্দুল লতিফ খান, প্রোগাম অর্গানাইজার শফিকুল ইসলাম, আপোসের নিবার্হী পরিচালক এসএম শহিদুল আলম, চন্ডিপুর ইউনিয় পরিষদের চেয়ারম্যান শাহারআলী প্রমূখ বক্তব্য রাখেন। পরে কবিতা আবৃতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।#

আরও পড়ুন...

অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …