15 Chaitro 1430 বঙ্গাব্দ শুক্রবার ২৯ মার্চ ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / ক্রাইম নিউজ / ১০ লাখ টাকা মুক্তিপণের দাবীতে -নওগাঁ থেকে অপহৃত স্কুল ছাত্র রাজশাহী থেকে উদ্ধার : গ্রেফতার ১

১০ লাখ টাকা মুক্তিপণের দাবীতে -নওগাঁ থেকে অপহৃত স্কুল ছাত্র রাজশাহী থেকে উদ্ধার : গ্রেফতার ১

এনবিএন ডেক্স: মুক্তিপণের দাবীতে নওগাঁ থেকে অপহৃত তারিকুল ইসলাম (১৫) নামের এক স্কুল ছাত্রকে নওগাঁ সদর মডেল থানা পুলিশ রাজশাহীর মোহনপুর থেকে গত বৃহস্পতিবার দিবাগত গভীর রাতে উদ্ধার করেছে এবং এক অপহরণকারীকে আটক করেছে।
এবিষয়ে নওগাঁ সদর মডেল থানার এসআই আফজাল হোসেন জানান, গত বুধবার সকালে নওগাঁ শহরের শাহী পাড়ার শহীদুল ইসলামের ছেলে তারিকুল বাড়ী থেকে স্কুলে যাবার পথে একদল দুস্কৃতকারী তাকে অপহরণ করে মাইক্রোবাসে তুলে নিয়ে যায়। পরিবারের লোকজন তাকে খোঁজাখুজির এক পর্যায়ে সন্ধ্যায় ওই অপহরণকারীর সদস্যরা মোবাইলফোনে তার পিতার কাছ থেকে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবী করা হয়। অন্যথায় তার ছেলেকে হত্যা করা হবে বলে হুমকি দেয়। ওই রাতেই শহীদুল ইসলাম এব্যাপারে নওগাঁ থানায় একটি সাধারণ ডাইরি করলে পুলিশ তদন্ত শুরু করে। মোবাইলের সূত্র ধরে পুলিশ গত বৃহস্পতিবার বিকেলে নওগাঁর ঢাকা বাসস্ট্যান্ড এলাকা থেকে ফারুক ইসলাম শেখ (৪০) নামে একজনকে গ্রেফতার করে। তার স্বীকারোক্তি মতে রাতেই পুলিশ রাজশাহী জেলার মোহনপুর উপজেলার কেশরহাট এলাকার একটি পরিত্যক্ত বাড়ী থেকে অপহৃত তারিকুলকে অসুস্থ্য অবস্থায় উদ্ধার করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্যান্য ৪-৫ জন অপহরণকারী পালিয়ে যায়। ওই রাতেই তারিকুলকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়। তার অবস্থা আশংকামুক্ত বলে কর্তব্যরত ডাক্তার জানান।
এবিষয়ে নওগাঁ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকিরুল ইসলামের সাথে কথা বললে তিনি ঘটনার সত্যতা স্বীকার করেন।

আরও পড়ুন...

নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার— গ্রেফতার ৫

এনবিএন ডেক্সঃ নওগাঁয় চুরি যাওয়া ৮টি মোটরসাইকেল উদ্ধার সহ পাঁচজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) …