7 Srabon 1432 বঙ্গাব্দ মঙ্গলবার ২২ জুলাই ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সর্বশেষ / নওগাঁর পোরশায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

নওগাঁর পোরশায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

এনবিএন ডেক্সঃ নওগাঁ পোরশায় শনিবার দুপূরে পুকুরের পানিতে ডুবে খাদিজা নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত খাদিজা উপজেলার সোমনগর (সুতলি) গ্রামের নূর জামানের মেয়ে।
পোরশা থানার ওসি মাহাবুব আলম জানান, গতকাল শনিবার বেলা সাড়ে ১১ টার দিকে সবার অজান্তে খাদিজা হামাগুড়ি দিয়ে নূর জামানের বাড়ীর পার্শে একটি পুকুরে পরে যায়। ঘটনার দিন দুপূর সাড়ে ১২ টার দিকে বাড়ীর সবাই খাদিজাকে দেখতে না পেয়ে অনেক খোজাখুঁজি শুরু করেন। এমতাবয়স্থায় পুকুরে তার ভাসমান দেহ দেখতে পান। খাদিজাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন...

নওগাঁয় জেলা সিএস এলায়েন্স এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে নারী অধিকার প্রতিষ্ঠা ও বাল্যবিবাহ বিষয়ক গণতান্ত্রিক সংলাপ অনুষ্ঠিত

নওগাঁ প্রতিনিধিঃ নওগাঁয় জেলা সিএস এলায়েন্স এবং স্থানীয় কর্তৃপক্ষের সাথে নারী অধিকার প্রতিষ্ঠা ও বাল্যবিবাহ …