এনবিএন ডেক্স: অবশেষে মাফ চাইলেন ইমামের নিকট নওগাঁর মহাদেবপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান হাতেম আলী। প্রাপ্ত সূত্রে প্রকাশ, এক সময়ের বিশিষ্ট নেতা সাবেক উপজেলা চেয়ারম্যান, বাসস্ট্যান্ড বায়তুনুর জামে মসজিদের সাবেক সভাপতি হাতেম আলী জামাতে ইসলামীর স্থানীয় কিছু নেতা-কর্মিদের যোগসাজসে ওই মসজিদের ইমাম বিশিষ্ঠ ইসলামী চিত্তাবিদ আলহাজ্ব মূফতি নাসির বিন আজগর সাহেবকে মিথ্যে অপবাদ দিয়ে মসজিদ থেকে বিতারিত করে দেন প্রায় ৩ বছর আগে। এর ব্যবধানে হাতেম আলী সভাপতির পদ হারান এবং পরবর্তী মসজিদ কর্মিটি বিষয়টি তদনেত্মর মাধ্যমে মিথ্যে প্রমানিত হওয়ায় ইমাম মুফতি নাসির বিন আজগরকে আবার উক্ত মসজিদে বহাল করেন। কয়েক দিন পূর্বে হাতেম আলী ইমাম সাহেবের নিকট ক্ষমা প্রাথনা করেন এবং ইমামের পিছনে নামাজ আদায় করছেন।#
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …