22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / ভোলাহাটে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা উদ্ধোধন

ভোলাহাটে ৩ দিনব্যাপী ফলদ বৃক্ষ মেলা উদ্ধোধন

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি ঃ ভোলাহাট উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ৩ দিন ব্যাপী ফলদ বৃক্ষ মেলা/১৪ মঙ্গলবার সকাল সাড়ে ৯’টার সময় উপজেলা পরিষদ চত্বরে শুরু হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৯’টায় এক র‌্যালী উপজেলা পরিষদ চত্বর থেকে বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয় এবং উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার আখতার মামুন সহ অন্যান্য অতিথি ফিতা কেটে মেলার উদ্ধোধন করেন। পরে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার আখতার মামুনের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান প্রভাষক আনোয়ারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রেশমাতুল আরশ রেখা, থানা অফিসার ইনচার্জ দেওয়ান কউসিক আহম্মেদ, ইউপি চেয়ারম্যান আলাউদ্দিন ও জগলুল হক। স্বাগত বক্তব্য প্রদান করেন উপজেলা কৃষি অফিসার আব্দুল ওয়াদুদ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, ভোলাহাট ইউসিসি লিঃ এর চেয়ারম্যান আব্দুল খালেক, রেশম বোর্ডের চাঁপাইনবাবগঞ্জ সহকারী পরিচালক মাহাবুবুল আলম, আ’লীগ উপজেলা যুগ্ম সম্পাদক একরামুল হক প্রমূখ। ফলদ বৃক্ষ মেলায় এবার বিভিন্ন সরকারী বে-সরকারী প্রতিষ্ঠানের ১৮ টি বিভিন্ন ষ্টোল বসেছে বলে কৃষি অফিসার নিশ্চিত করেছেন। তিনি বলেন ২৬ হতে ২৮ আগস্ট ৩ দিন ব্যাপী এ মেলা চলবে।

আরও পড়ুন...

বিএনপি জনগণের দল, জনগণই বিএনপির শক্তি

নওগাঁ প্রতিনিধি: আব্দুস সালাম বলেন, ‘বিএনপি জনগণের দল। জনগণই বিএনপির শক্তি। আওয়ামী লীগও অনেক বড় …