15 Chaitro 1430 বঙ্গাব্দ শুক্রবার ২৯ মার্চ ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় নিরাপদ স্বাস্থ্যসম্মত মৎস্য উৎপাদনে দিনব্যাপী প্রশিক্ষণ

নওগাঁয় নিরাপদ স্বাস্থ্যসম্মত মৎস্য উৎপাদনে দিনব্যাপী প্রশিক্ষণ


এনবিএন ডেক্স ঃ নওগাঁয় নিরাপদ স্বাস্থ্যসম্মত মৎস্য উৎপাদনে ঝুঁকি বিশ্লেষণ ও ব্যবস্থাপনা বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। গত রবিবার বিএসএফএফ প্রকল্পের আয়োজনে নওগাঁ জেলা পরিষদ সম্মেলন কক্ষে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৫০ জন প্রশিক্ষনার্থীকে এ প্রশিক্ষণ দেয়া হয়।
জেলা মৎস্য কর্মকর্তা ওবায়দুল্লার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্নসচিব (বাণিজ্য মন্ত্রনালয়) ও বিএসএফএফ প্রকল্পের উপ-পরিচালক এ,ইউ,এস,এম সাইফুল্লাহ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন রাজশাহী জেলা মৎস্য কর্মকর্তা গোলাম রাব্বানী, সিরাজগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা হরেন্দ্র নাথ সরকার, কনসালটেন্ট সৈয়দ ইসতিয়াক, এবিএম শামসুল আলম প্রমুখ। অনুষ্ঠানে নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের জন্য যেসব অবশ্যকরণীয় আছে তা প্রশিক্ষণার্থীদের অবহিত করেন। প্রশিক্ষণের মাধ্যমে জেলায় নিরাপদ ও স্বাস্থ্যসম্মত মাছ উৎপাদনের সুযোগ সৃষ্টি করা হলো বলে বক্তারা আশা ব্যক্ত করেন। বিএসএফএফ প্রকল্পের নির্বাহী পরিচালক রফিকুল ইসলাম অনুষ্ঠানটির সার্বিক সঞ্চালন ও উপস্থাপনা করেন।

আরও পড়ুন...

নওগাঁর পোরশায় ডাকাতির প্রস্ততিকালে ৪ডাকাত আটক

এনবিএন ডেক্সঃ নওগাঁর পোরশায় রাস্তায় ডাকাতির প্রস্তুতিকালে ৪ ডাকাত সদস্যকে আটক করেছেন স্থানীয়রা। আটককৃত ডাকাতরা …