22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁয় স্কুল ছাত্র ৭ দিন ধরে নিখোঁজ

নওগাঁয় স্কুল ছাত্র ৭ দিন ধরে নিখোঁজ

এনবিএন ডেক্স:  নওগাঁর মান্দায় মেহেদি হাসান (১৩) নামে এক স্কুল ছাত্র ৭দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছে। নিখোঁজ মেহেদি উপজেলার গোটগাড়ি শহীদ মামুন স্কুল ও কলেজের ৬ষ্ঠ শ্রেণীর ছাত্র। সম্ভাব্য সকলস’ানে খুঁজেও তার কোন সন্ধান না পাওয়ায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন।
নিখোঁজ মেহেদির বাবা মোজাহার আলী জানান, গত ২৫ সেপ্টেম্বর সকাল ৯টার দিকে স্কুলে যাবার উদ্দেশ্যে মেহেদি সাইকেল নিয়ে বাড়ি থেকে রওনা হয়। এরপর থেকে সে রহস্যজনকভাবে নিরুদ্দেশ রয়েছে। আত্মীয়-স্বজনদের বাড়িসহ সম্ভাব্য সকলস্থানে খুঁজেও তার কোন সন্ধান মেলে নি। তার নিখোঁজ হবার ঘটনায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে পড়েছেন। ঘটনায় মোজাহার আলী গত শনিবার মান্দা থানায় একটি সাধারণ ডাইরি করেছেন।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …