22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / স্বাধীনতার যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলেন সে স্বপ্ন বাসত্মবায়ন হবে বলে বিশ্বাস………মুক্তিযোদ্ধা শামছুদ্দীন মন্ডলের

স্বাধীনতার যে স্বপ্ন নিয়ে মুক্তিযুদ্ধ করেছিলেন সে স্বপ্ন বাসত্মবায়ন হবে বলে বিশ্বাস………মুক্তিযোদ্ধা শামছুদ্দীন মন্ডলের

এনবিএন ডেক্স: নওগাঁ জেলার মহাদেবপুর উপজেলার দাউলবারবাকপুর গ্রামের মৃত পচির মন্ডলের পুত্র বীর মুক্তিযোদ্ধা সামছুদ্দীন মন্ডল ১৯৭১ সালে যে স্বপ্ন নিয়ে মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন সেই স্বপ্ন পুরোপুরিভাবে বাসত্মবায়ন করার লক্ষে তিনি বর্তমান সরকারের নিকট আশাবাদী। বিধায় তাঁর স্বপ্ন বাসত্মবায়ন হবে বলে বিশ্বাস করেন-এমন অভিব্যক্তি প্রকাশ করেছেন সামছুদ্দীন মন্ডল। তিনি ৭ মার্চে বঙ্গবন্ধুর ভাষণ শুনে মুক্তিযুদ্ধে ঝাপিয়ে পড়েছিলেন। সেই মহান নেতার আদর্শ বাংলার মানুষ সোনার বাংলায় এদেশকে গড়ে তুলবে সেই স্বপ্ন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান   দেখেছিলেন। বড় আফসোস বঙ্গবন্ধু সেই স্বপ্ন বাস্তবায়ন দেখে যেতে পারেননি। পাকদোসরদের ভেলকী বাজীয় তাঁকে  সপরিবারে হত্যা করা হল। স্বপ্ন ভেঙ্গে চুরমার হয়ে গেল। আবার সেই স্বপ্ন বাংলার মাটিতে উঁকি মারতে শুর করেছে সেই মহত্তে স্বাধীনতাবিরোধী চক্র সক্রিয় হয়ে যুদ্ধপরাধীদের বিচারকার্য় ভুন্ডুল চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারপরও কি থামিয়ে থাকবে সোনার বাংলা সোনায় পরিনত হতে? এই জিজ্ঞাসা ওইসব চক্রান-কারী স্বাধীনতা বিরোধী দাণালদের নিকট! দেশ স্বাধীন হওয়ার পর মুক্তিযোদ্ধা সামছুদ্দীন মন্ডল অভাব-অনটনের মধ্যে পড়লেও তিনি দেশকে ভালবাসার সাক্ষ্য হিসাবে এক নজীরবিহীন দৃষ্টান- স্থাপন করেছেন। সেই থেকে  আজ অবদি তিনি নওগাঁ জেলায় নিজ স্বেশ্বাশ্রমের ভিত্তিতে প্রায় ১৪লক্ষ গাছ লাগিয়ে দেশত্ববোধের পরিচয় দিয়েছেন। তিনি জেলায় গাছোমামা হিসাবে বেশ খ্যাতি অর্জন করেছেন। ১৪লক্ষ গাছ রোপন করায় তিনি বেসরকারী টিভি চ্যানেল এটিএনবাংলা থেকে সাদা মনের মানুষে ভুষিত হয়েছেন। তিনি এ প্রতিবেদক এর সাথে এক আলাপচারিতায় বলেন শত অভাব-অনটনের মধ্যে থেকে ও দেশকে ভালবাসা যায়। যারা এদেশকে ভালবাসে তারা এদেশের মানুষগুলোর সুখ-দুঃখের পাশে থাকে। শতকৃষ্টকে হারমানিয়ে মুক্তিযোদ্ধা গাছোমামা সামছুদ্দীন মন্ডল থেমে নেই। আজও তিনি তার অর্জিত পয়সা থেকে গাছ লাগানো কাজ অব্যহত রেখেছে। ২ছেলে বিশ্ববিদ্যালয় পড়-য়া ১ মেয়ে, বৃদ্ধা মা, স্ত্রীকে নিয়ে কৃষ্টের মধ্যে দিন অতিবাহিত করলেও এই দেশপ্রেমিক গাছপাগল মুক্তিযোদ্ধার খোজখবর রাখেনা কেউ। তিনি হাউমাউ করে কেন্দে বলেন আজ যদি বঙ্গবন্ধু বেচে থাকতেন তাহলে এই হতভাগার কথা একটু ভাবতেন। তার দেশপ্রেমের স্বাক্ষ্য হিসাবে রেয়েছে নিজ হাতে তৈরী দাউল বারবাকপুর উচ্চ বিদ্যালয় মাঠে শহীদ মিনার, কমিনিটি ক্লিনিকের পার্শে জাতীয় শাপলা ফুলের প্রতিক। রাস্তার চার পাশে কাঁঠাল গাছের সারি। স্বাধীনতার যে স্বপ্ন নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলেন সে সম্পর্কে বলতে গিয়ে সামছুদ্দীন মন্ডল বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ভিশন-২০২১ ঘোষণা করেছেন। এটা কিন’ অসমাপ্ত মুক্তিযুদ্ধ। এ যুদ্ধ ক্ষুধা-দারিদ্রের বিরম্নদ্ধে, এ যুদ্ধ স্বৈরতান্ত্রিক মন-মানসিকতাসম্পন্ন আমলাতান্ত্রিক সিস্টেমের বিরম্নদ্ধে, এ যুদ্ধ গুন্ডা, মাসত্মান, সন্ত্রাস ও জঙ্গীবাদের বিরুদ্ধে। স্বাধীনতার ৫০ বছর পূর্তিতে যেন আমাদের দেশ মধ্য আয়ের দেশ এবং আমরা স্বাবলম্বী, দুর্নীতিমুক্ত, সন্ত্রাসমুক্ত ও শোষণমুক্ত দেশে পরিণত করতে পারি। পাশাপাশি তিনি বাংলার জনগনকে মনোবল সক্রীয় রাখা এবং দেশের জন্য কাজ করার আহবান জানান।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …