এনবিএন ডেক্স: নওগাঁর রাণীনগরে জায়গা জমি সংক্রানত্ম বিরুধের জ্বের ধরে মারপিটে উভয় পক্ষের মহিলা সহ ১১ জন আহত হয়েছে। স্থানীয় সূত্রে জানাগেছে,গত বৃহস্পতিবার রাত অনুমান ৮টায় উপজেলার সিলমাদার গ্রামে জমি-জমা ও মামলা পাল্টা মামলার জ্বের ধরে উভয় পক্ষের মধ্যে মারপিটে মৃত আব্দুল জ্বব্বারের ছেলে এমদাদূ হক(৩২) ও শফিকুল (৪২) এমদাদের মেয়ে মোছাঃ এমরুজা খাতুন(১৪), এবং মোহাম্মদ আলীর ছেলে আব্দুষ ছাত্তার (৬০),আব্দুর রাজ্জাক(৫৫),অব্দুল জলিল(৫০) ও খলিলুর রহমান(৪৫), আব্দুল জলিলের ছেলে জয়নুল(২৫) জনি (২০) মেয়ে জুথি (১৪) ও স্ত্রী মনোয়ারা বিবি (৪০) আহত হয় আহতদের ওই রাতেই রাণীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। তবে এঘটনায় থানায় কোন মামলা দায়ের হয়নি বলে জানান ওসি শাহরিয়ার খাঁন।#
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …