এনবিএন ডেক্স: নওগাঁ জেলার আত্রাই উপজেলার ঘোষপাড়া এলাকায় গাঁজা সেবন করে মাতলামি করার দায়ে সাঈদ প্রামানিক (২৫) নামের এক ব্যাক্তির ৫শ’ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সাঈদ ওই উপজেলার ঘোষপাড়া গ্রামের মৃত কাশেম প্রামানিকের ছেলে। র্যাব ৫, রাজশাহীর বাগমারা ক্যামেপর একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে, সাঈদ গাঁজা সেবন করে শুক্রবার দুপুরে এলাকায় মাতলামী করছিল। এসময় র্যাব তাকে আটক করে। পরে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তার জরিমানা আদায় করা হয়। আদালত পরিচালনা করেন, আত্রাই উপজেলা নির্বাহী অফিসার মোঃ আব্দুস সোবহান।#
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …
 nbn24.net সত্যের সন্ধানে আমরাই শির্ষে
nbn24.net সত্যের সন্ধানে আমরাই শির্ষে
				 
			 
						
					