এনবিএন ডেক্স: নওগাঁর সাপাহার উপজেলা সদরের করল ডাঙ্গা গ্রামে আবারও দরিদ্র কৃষক মমসের আলীর শেষ সম্বল বর্গা নেওয়া ৩ বিঘা জমির সম্পূর্ণ আমন ধান প্রতিপক্ষের লোকজন শক্রুতামূলক ভাবে উচ্চ ক্ষমতা সম্পূর্ণ রাসায়নিক দ্রব্য সেপ্র- করে ঝলসে দিয়েছে। প্রতি হিংসার বলি কৃষক মমসের আলী নিঃশ্ব হয়ে আল্লার নিকট জড়িতদের বিচার চেয়ে পাগলের ন্যায় প্রলাপ বকছে। অভিযোগ সূত্রে জানাগেছে। সাপাহার উপজেলা সদরের করল ডাঙ্গা গ্রামের দরিদ্র কৃষক মমসের আলীর বর্গা নেওয়া প্রায় এক একর আমন ধানের জমিতে আবারও সবার অজানেত্ম কেবা কাহারা পূর্ব শক্রুতার জের ধরে অমানবিক ভাবে উচ্চ ক্ষমতা সম্পন্ন রাসায়নিক দ্রব্য সেপ্র করে দিয়েছে। এ বিষয়ে কৃষক মমসের আলী বাদি হয়ে গতকাল মঙ্গলবার সাপাহার থানায় একটি অভিযোগ দাখিল করেছে। উল্লেখ্য যে গত ১ লা আগস্ট ওই কৃষক মমসের আলী ও পাশের অপর একজনের প্রায় দুই একর জমির ধান ও আতব বীজতলার চারায় অনুরুপ ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য সেপ্র করে ফসল ঝলসে দেওয়ার নির্মমও অমানবিক ঘটনা ঘটে ছিল। এ ঘটনায় কৃষক মমসের আলী নওগাঁ কোর্টে তার প্রতিপক্ষের উপর একটি মামলা দায়ের করেন। তার দায়ের কৃত মামলায় সাক্ষীর তালিকায় একই গ্রামের আবুল হোসেন এর নাম উল্লেখ থাকায় দু-বৃত্তের দল আবুল হোসেন এর উমর পুর ফরেষ্ট বাগানের নিকটের জমিতেও রাসায়নিক দ্রব্য সেপ্রকরে দিয়ে তার প্রায় ৩ বিঘা জমির আমন ধান ঝলসে দিয়েছিল। সাপাহার উপজেলা সদরের আশপাশে একটি সংঘবদ্ধ চক্র এ ধরনের অমানবিক কর্মকাণ্ড সু কৌশলে অব্যাহত ভাবে চালিয়ে বিভিন্ন কৃষকের ফসল নষ্ট করে চলেছে। আবার এ ঘটনার প্রেক্ষিতে আদালতে বা থানায় মামলা হলে জড়িতরা বার বার আইনের ফাঁক গলিয়ে পার পেয়ে ফিরে আসছে এবং তাদের অমানবিক কর্মকাণ্ড চালিয়ে কৃষকদের ক্ষতিসাধন করে যাচ্ছে। সর্ব শেষ অমানবিক ঘটনাটি ঘটেছে গতকাল সোমবার ভোর ৬ টার দিকে ওই দরিদ্র কৃষকের শেষ সম্বল ছিল বর্গা নেওয়া প্রায় ৩ বিঘা জমির আমন ধান দুবৃত্তের দল ওই ধানটুকু ও নষ্টকরে দিয়েছে। অভিযোগ পাওয়ার পর সাপাহার থানার এ,এস,আই ,জাহাঙ্গির আলম গতকাল ঘটনাস’ল পরির্দশন করেছেন। এ বিষয়ে সাপাহার থানার কর্মকর্তা ইনচার্জ আব্দুল্লাহ আল মাছ উদ চৌধুরীর সাথে কথা হলে তিনি ধানের ফসলে রাসায়নিক দ্রব্য সেপ্র করে ক্ষতিসাধনের ঘটনায় অভিযোগ পত্র প্রাপ্তির সত্যতা স্বীকার করেন। এ দিকে সাপাহার উপজেলা ও আশপাশে প্রতি হিংসা মূলক ভাবে একের পর এক অসহায় কৃষকদের মাঠের ধানের ফসলে রাসায়নিক দ্রব্য সেপ্র করার ঘটনা চলতে থাকায় ধানের ফসল নিয়ে উপজেলার সাধারণ কৃষকদের মাঝে চরম আতঙ্কাবস্থার সৃষ্টি হয়েছে।
আরও পড়ুন...
খাদ্যশস্য ধারণক্ষমতা ৩৫ লাখ মেট্রিকটনে উন্নীত করা হবে: নওগাঁয় খাদ্যমন্ত্রী
এনবিএন ডেক্সঃ খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশের খাদ্যগুদামে খাদ্যশস্য ধারণ ক্ষমতা ৩৫ লাখ মেট্রিকটনে …