এনবিএন ডেক্স: নওগাঁ জেলা সহ সকল উপজেলার বিভিন্ন এলাকায় বেওয়ারিশ কুকুরের উপদ্রব মাত্রাতিরিক্ত ভাবে বৃদ্ধি পেয়েছে। কুকুরের উপদ্রব বৃদ্ধি পাওয়ায় পথচারীদেরকে চরম আতঙ্কে চলাচল করতে হচ্ছে। কুকুড়ের কামড়ে আক্রানত্মরা পৌরসভা সহ জেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে পাওয়া যাচ্ছে না বিনামূল্যের ভ্যাক্সিনেশন সেবা। জানা যায়, নওগাঁ পৌরসভার উদ্যোগে সর্বশেষ ২০০৯ সালে কুকুর নিধন অভিযান পরিচালিত হয়। এর পর থেকে এখন পর্যনত্ম আর কুকুর নিধন অভিযান পরিচালিত হয়নি। দীর্ঘ বিরতির কারণে নওগাঁয় সর্বত্র আবারও বেওয়ারিশ কুকুরের সংখ্যা মাত্রাতিরিক্তহারে বেড়ে গেছে। সম্প্রতি পৌরসভার পার-নওগাঁ, সুলতানপুর, হাট-নওগাঁ, মাষ্টাপাড়া, উকিলপাড়া, বিহারি কলোনী, চকদেবপাড়া, চকএনায়েত, চকবাড়িয়া, বরুনকান্দি, চকপাথুরিয়া সহ বিভিন্ন হাটবাজারে ব্যাপকহারে দলবদ্ধভাবে বেওয়ারিশ কুকুরের চলাচল লক্ষ্য করা গেছে। বেয়ারিশ কুকুরগুলি উকিলপাড়া, বিহারি কলোনী সহ অন্যান্য বাজারের কসাইখানা এলাকায় ও তার আশে পাশে অবস’ান করতে দেখা যেত। এ অবস’ায় স্কুল-কলেজগামী ছাত্র-ছাত্রী বিশেষ করে শিশু কিশোর ও পথচারী মহিলাদের স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটছে। প্রতিদিনই উপজেলার কোন না কোন স্থানে বেওয়ারিশ কুকুরের কামড়ে লোকজন আহত হওয়ার খবর পাওয়া যায়। জেলার লোক জন কুকুরের কামড়ের আক্রানত্ম হলেও নওগাঁ পৌরসভা ও নওগাঁ সদর হাসপাতালের কোথাও বিনামূল্যের প্রয়োজনীয় ইনজেকশন(ভ্যাকক্সিন) পায় না। এ ব্যাপারে নওগাঁ পৌরসভার মেয়র নাজমুল হক সনির সঙ্গে কথা বললে তিনি জানান, কুকুর নিধনে সহায়তা চেয়ে ব্যবস্থা গ্রহনে ঢাকায় উদ্ধর্তন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করা হয়েছে। পৌরসভার উদ্যোগে বিশেষ ব্যবস’ায় বেওয়ারিশ কুকুর নিধন করার আশ্বাস দেন পৌরসভা মেয়র। এছাড়া কুকুরের কামড়ের ইনজেকশনও পৌরসভায় সংগ্রহ করে রাখার জন্য প্রয়োজনীয় ব্যবস’া করা হচ্ছে। ধামইরহাট উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আলাউদ্দিন জানান, কুকুরের কামড়ে আক্রানত্মদের প্রয়োগের ভ্যাক্সিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এমনকি নওগাঁ সদর হাসপাতালেও নেই। আগে ঢাকার মহাখালি থেকে সবগুলো হাসপাতালে কুকুরের কামড়ের ভ্যাক্সিন সরবরাহ করা হত। এখন এই ভ্যাক্সিন সরবরাহ বন্ধ রয়েছে। তাছাড়া বাজারে যে ভ্যাক্সিন পাওয়া যায় তার প্রতিটির মূল্য সাড়ে ৬ শত টাকা। একজন আক্রানত্ম রোগীকে কয়েকটি ভ্যাক্সিন প্রয়োগ করতে হয়। এত মূল্যমানের ভ্যাক্সিন সরকারী হাসপাতাল থেকে সরবরাহ করা সম্ভব নয় বলে তিনি জানান।
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …