সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে উপজেলার রসুলপুর গ্রামের এক কলেজ ছাত্রকে জোরপূর্বক অপহরণের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ অপহৃতকে উদ্ধার করতে গিয়ে হামলার শিকার হয়েছে। এতে ১ পুলিশ সদস্য আহত হয়েছে। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে মামলা করেছে। মামলা, পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, কামারখন্দ উপজেলার রসুলপুর গ্রামের মনজুর রহমান সিদ্দিকীর পুত্র কলেজ ছাত্র শাকিল আহমেদ বাপ্পীকে গত শনিবার চৌবাড়ী এলাকা থেকে অপহরণ করে নিয়ে যায় কয়েকজন দুর্বৃত্ত। পরে বাপ্পীকে একটি বাড়িতে আটকে রেখে আব্দুল হামিদের কন্যা সোহাগী খাতুনের সাথে জোর করে বিয়ে দেবার চেষ্টা করে। এ বিষয়ে বাপ্পীর পরিবার খামারখন্দ থানায় একটি অপহরণ মামলা করে। রবিবার বিকারেল কামারখন্দ থানার পুলিশ বাপ্পীকে উদ্ধার করতে গেলে চৌবাড়ী গ্রামের হাবিব, মধু, টগর, টিক্কার নেতৃত্বে একদল সন্ত্রাসী পুলিশের উপর হামলা চালায়। এতে কামারখন্দ থানার কনস্টেবল মোসাদ্দেক আহত হয়। পরে পুলিশ পিছু হটে চলে আসে। আহত মোসাদ্দেককে কামারখন্দ উপজেলা স্বাস’্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ বিষয়ে কামারখন্দ থানার এসআই মমতাজউদ্দিন বাদী হয়ে রোববার আনুমানিক ৩০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। এ ব্যাপারে কামারখন্দ থানার এসআই মমতাজউদ্দিন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, অপহরণের শিকার বাপ্পীকে উদ্ধারের জন্য এবং পুলিশের উপর হামলাকারীদের আটকের জন্য জোর চেষ্টা চালানো হচ্ছে।
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …