22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / কৃষি সংবাদ / আসছে বর্ষাকাল দুপচাঁচিয়ায় মাছ ধরার চাঁই বিক্রির ধুম

আসছে বর্ষাকাল দুপচাঁচিয়ায় মাছ ধরার চাঁই বিক্রির ধুম

এনবিএন ডেক্স: বগুড়ার দুপচাঁচিয়া উপজেলায় বর্ষাকাল শুরু হতে না হতেই বিভিন্ন হাট বাজারে মাছ ধরার উপকরণ বাঁশের তৈরি চাঁই বা খলশানি বিক্রির ধুম পড়েছে। এলাকার হাট বাজারগুলোতে প্রতিদিন শত শত খলশানি বিক্রি হচ্ছে। গত বৃহস্পতিবার দুপচাঁচিয়া উপজেলা সদরের ঐতিহ্যবাহী ধাপ সুলতানগঞ্জ হাটে গিয়ে দেখা যায়, হাটের পশ্চিমদিকের দক্ষিণ কোণায় মাছ বিক্রির এসব চাঁই স্থানীয় ভাষায় খলশানি বিক্রির ধুম পড়েছে। বিভিন্ন এলাকা থেকে অনেকেই তাদের নিপুণ হাতের তৈরি এসব খলশানি নিয়ে এসে তা বিক্রির জন্য পসরা সাজিয়ে দাঁড়িয়ে আছে।

এ ব্যাপারে খলশানি বিক্রেতা উপজেলা সদরের মাঝিপাড়ার মানিক সরকারের পুত্রদ্বয় নিতাই সরকার (৫২) ও নারায়ন সরকার (৪৮) জানান, প্রতি বছর বর্ষা শুরু থেকে তাদের খলশানির ব্যবসা চলে দু’মাস। এ দু’মাসের জন্য তারা সারা বছর অপেক্ষায় থাকে। এ সময় তারা খলশানি তৈরির সামগ্রী ক্রয় করে তা তৈরির কাজের উপযোগী করে প্রস্তুত রাখেন। বর্ষা শুরুর আগে থেকেই শুরু করে খলশানি তৈরির কাজ। এ কাজে বাড়ির গৃহিণী থেকে শুরু করে ছেলে-মেয়েরাও সহযোগিতা করে। এসব খলশানি তৈরিতে প্রকার ভেদে খরচ হয় ৫০ থেকে ৩শ টাকা। আর তা বিক্রি হয় ১শ থেকে ৫শ টাকা পর্যন্ত। অপর খলশানি বিক্রেতা আদমদিঘী উপজেলার চাঁপাপুর এলাকার গোকেনের পুত্র গোপাল (৪০), সুধিনের পুত্র বাসু (৪৫), কাহালু উপজেলার কালাই এলাকার বাহার আলী কাজীর পুত্র জালাল উদ্দিন কাজী (৪০) জানান, তারা প্রতি হাটে ৩০ থেকে ৪০টি খলশানি বিক্রি করেন। খলশানি তৈরির সামগ্রীর দাম আগের চেয়ে অনেক বেড়েছে। তাই আগের মত আর লাভ হয় না। দীর্ঘদিন থেকে এ ব্যবসায় জড়িত, তাই ছাড়তে পারছে না বলেই ধরে আছেন। স্থানীয় এক খলশানি ক্রেতা উপজেলার তালুচ গ্রামের মোফাজ্জল হোসেন জানান, হাট-বাজার থেকে দেশী মাছ প্রায় হারিয়েই গেছে। যে দু’একজন দেশী মাছ বিক্রির জন্য আনেন তার দামও অনেক। যা তাদের মত মধ্যবিত্ত পরিবারের ক্রয় করে খাওয়া কষ্টকর। তাই হাট থেকে ৪টি খলশানি কিনেছেন। আষাঢ় ও শ্রাবণ মাসে বৃষ্টিতে মাঠে ঘাটে বেশ পানি জমে পড়ে। বর্ষা শুরু না হলেও গত কয়েকদিনের বৃষ্টিতে বিভিন্ন স্থানে পানি জমে পড়েছে। ওই পানিতে দেশী শিং, টেংরা, কই, পুঁটি, শাটি মাছ পাওয়ার আশায় মাছ ধরার জন্যই তিনি এ খলশানিগুলো কিনে নিয়ে যাচ্ছেন। তিনি আরও জানান, বর্ষা এবার আগাম শুরু হওয়ায় খলশানির কদরও বেড়েছে। হাট-বাজারে তাই বিক্রির ধুমও পড়েছে।

আরও পড়ুন...

নওগাঁর রাণীনগরে অভিযানে কারেন্ট-রিং জাল জব্দ ॥ জরিমানা আদায়

এনবিএন ডেক্সঃ নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্ট ও রিং জাল দিয়ে …