7 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / ওরা রাজাকার ওদের ফাঁসি দেখে মরতে চান মুক্তিযোদ্ধা শামসুল আলম

ওরা রাজাকার ওদের ফাঁসি দেখে মরতে চান মুক্তিযোদ্ধা শামসুল আলম

এনবিএন ডেক্সঃ ওরা রাজাকার, ওরা আলবদর, ওরা স্বাধীনতার বিপক্ষে লাড়িয়ে ছিল। ওরা মা-বোনের ইজ্জত পাকিস্তানি সেনাদের হাতে তুলে দিয়েছিল, ওরা মুক্তিযোদ্ধাদের ঘড়বাড়ি পুড়িয়ে দিয়েছিল, লুট করেছিল আমাদের বাড়ি ঘরের সম্পদ। খুজিয়ে খুজিয়ে ওরা মুক্তিযোদ্ধাদের পরিবারের সদস্যদের হত্যা করেছিল। ওরা মুক্তিযোদ্ধাদের মুখে পানি না দিয়ে প্রসাব দিয়েছিল। তার পর থামিয়ে রাখতে পারেনি। স্বাধীনতার লাল সূর্য ছিনিয়ে এনেছিলাম আমরা। ওইসব রাজাকার-আলবদরেরা এই স্বাধীন দেশে যখন আমাদের চারিপাশে ঘুর-ঘুর করে তখন রক্ত-মাংশ জাগিয়ে উঠে। মনে হয় কেন স্বাধীনতার যুদ্ধে আমি শহীদ হয়নি। আমার ভাই শহীদ বীর মুক্তিযোদ্ধা নূরুল ইসলাম ৭১’যুদ্ধে শহীদ হয়ে শান্তি পেয়েছে। ধিক্কার জনিত কণ্ঠে মুক্তিযোদ্ধা শামসুল আলম আজকালের খবরকে ওইসব কথা গুলো বলেন। ওরা রাজাকার, ওরা আলবদর, ওরা দেশ ও জাতীর শক্র তাহলে ওদের ফাঁসি কেন হবে না বাংলার মাঠিতে! আমার ভাইয়ের মত আমিও মরতে চাই! মরার আগে দেখে যেতে চাই ওইসব যুদ্ধাপরাধীদের ফাঁসি এদেশের মাঠিতে হয়েছে। আমার ভাই নূরুল ইসলামকে দেশীয় রাজাকার সেকেন্দার মাস্টার মুখে লাথি মেরেছিল। আর নির্মন ভাবে তাকে হত্যা করা হয়েছিল। ওই সেকেন্দার মাস্টার একজন মুক্তিযোদ্ধার মূখে পানি না দিয়ে প্রসাব দিয়েছিল আর বলেছিল দেশকে স্বাধীন করবি! আজও সেই সেকেন্দার মাস্টার মহাদেবপুরে টাপটের সাথে চলাফেরা করলেও বিচারের আওতাই আসেনি তার নাম। সেই সেকেন্দ্রার মাস্টারের বিচার দাবী করেন মুক্তিযোদ্ধা শামসুল আলম। ১৪মে স্থানীয় এমপি ড.আকরাম হোসেন চৌধুরী আমার ভাই শহীদ বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলাম এর নামে এক সড়ক উদ্ধোধন করেন। সেই উপলক্ষে মুক্তিযোদ্ধা পরিষদ আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এমপি ওই সেকেন্দার মাস্টারের বিচারের জন্য সরকারের নিকট দাবী জানান এবং মুক্তিযোদ্ধা পরিষদের কমান্ডো বদিউজ্জামান মাইকে ওই সমাবেশে বলেছিলেন, কুখ্যাত রাজাকার সেকেন্দার মাস্টার শহীদ বীর মুক্তিযোদ্ধার নূরুল ইসলামের মুখে লাথি মেরেছিলেন। তিনিও ওই কুখ্যাত রাজাকারের বিচারের দাবী জানান। মুক্তিযোদ্ধা শামসুল আলম কান্না জরিত কণ্ঠে বলেন, আজও আমার বৃদ্ধা মা জবেদা ছেলে ফিরে আসবে সেই অপেক্ষার প্রহর গুনে। যুদ্ধের সময় মা আমাদের ৩ ভাইকে ডেকে বলেছিল, ওরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মুক্তি যুদ্ধের ডাক দিয়েছে। তোর যুদ্ধে নেবে পড়, দেশকে শক্রমুক্ত কর, পাকিস-ানিদের বিতারিত করে বাংলাদেশকে স্বাধীন কর। মায়ের মুখের কথা শুনে নুরুল ইসলাম, শামসুল আলম ও আতোয়ার হোসেন দাফনের কাপড় মাথায় বেধে যুদ্ধে ঝাপিয়ে পড়িয়ে ছিলেন। উপজেলার এনায়েতপুর ইউপির হেলালপুর গ্রামের মৃত ওসমান গনির পুত্র মুক্তিযোদ্ধা শামসুল আলম। তার এক ছেলে। তার গেজেট নং ২০১৪। সে তার ভাইয়ের খনি ও দেশের প্রকৃত যুদ্ধাপরাধীদের ফাঁসির রায় দ্রত কার্যকর করার জন্য শেখ হাসিনা সরকারের নিকট জোরালো দাবী জানান এবং ওইসব যুদ্ধাপরাধীদের পক্ষে সুপারিশ না করা জন্য সকলের প্রতি অনুরোধ জানান।#

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …