16 Ashar 1432 বঙ্গাব্দ মঙ্গলবার ১ জুলাই ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / স্বরূপকাঠিতে সন্ত্রাসী হামলায় একজন গুরুতর আহতঃ গ্রেফতার-২

স্বরূপকাঠিতে সন্ত্রাসী হামলায় একজন গুরুতর আহতঃ গ্রেফতার-২

স্বরূপকাঠি পৌর শহরের দক্ষিন স্বরূপকাঠি এলাকায় সন্ত্রাসী হামলায় মাহাবুবুর রহমান (৪৫ ) নামে একজন গুরুতর আহত হয়েছে। মঙ্গলবার সকালে নেশাখোর সোহাগকে বড়ীর ভেতর থেকে হাটতে নিষেধ করায় ওই ঘটনা ঘটেছে। আহত মাহাবুবকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। পুলিশ সোহাগ ও তার পিতা ছৈয়দ আলীকে গ্রেফতার করেছে। এব্যাপারে ৩ জনকে আসামী করে মাহাবুবের স্ত্রী শিরিন সুলতানা বাদী হয়ে থানায় মামলা দায়ের করেছে।
বাদীর দায়ের করা মামলার বিবরনে জানাযায় সোহাগ গতকাল সকালে নেশাগ্রস’ অবস্থায় বাড়ীর মধ্য থেকে জোরপুর্বক যাতায়াতের চেষ্টা করলে মাহাবুব তাকে বাধা দেয়। কথা কাটাকাটির এক পর্যায়ে মাহাবুব সোহাগকে চড় মারে। এরপর সোহাগ বাড়ী গিয়ে তার ছোট ভাই সোহেলকে নিয়ে মাহাবুবের বাড়ীতে গিয়ে আক্রমন করে। এসময় লোকজন থামিয়ে দিলে আক্রোশ না মেটায় পুনরায়
পিতা ছৈয়দ আলীসহ অন্যান্যদের নিয়ে অস্রসস্ত্রে সজ্জিত হয়ে অতর্কিতে আক্রমন করে মাহাবু কে পিটিয়ে গুরুতর জখম করে। এসময় ঘরের মধ্যে প্রবেশ করে আসবাবপত্র ভাংচুর সহ এলোপাতাড়ি মারপিট শূরু করে। এক পর্যায়ে মোবাইল ফোনে থানায় খবর দিলে সোহাগ মোবাইল ফোন ছিনিয়ে নেয়। অপর দিকে পুলিশ তড়িৎ ঘটনা স’লে গিয়ে মাহাবুবকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় এবং সোহাগ ও তার পিতা ছৈয়দ আলীকে গ্রেফতার করেছে

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …