17 Ashar 1432 বঙ্গাব্দ মঙ্গলবার ১ জুলাই ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁর মহাদেবপুরে রাস্তা নির্মামকে কেন্দ্র করে সংঘষে আহত ৮

নওগাঁর মহাদেবপুরে রাস্তা নির্মামকে কেন্দ্র করে সংঘষে আহত ৮

এন বি এন ডেক্সঃ নওগাঁর মহাদেবপুর উপজেলার কালুশহর মোল্লাপাড়ায় শনিবার রাস্তা নির্মানকে কেন্দ্র করে সংঘর্ষে উভয়পক্ষের ৮ জন আহত হয়েছে। আহতদের মহাদেবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুত্বর আহত মোল্লাপাড়ার মৃত জফেরের পুত্র অছিমদ্দীন(৬০) জানান, ৫ বছর থেকে একটি কাঁচা রাস্তা নির্মানকে কেন্দ্র করে বিরোধ চলছিল। এর জের ধরে শনিবার সকালে একই গ্রামের মৃত চন্দনের পুত্র সামাদ, সামাদের পুত্র হাতেম আলী, মৃত খাজন আলীর পুত্র সুরুত আলী, মৃত জহির আলীর পুত্র জব্বার এবং জব্বারের পুত্র ছয়ফুল লাঠিসোডা নিয়ে সংবদ্ধ হয়ে তাদেকে মারপিট করে। তাদের এলোপাতরী মারপিটে ৫ জন গুরুত্বর আহত হন। আহতরা হল নাজিম মাষ্ঠারের পুত্র মিন্টু(২৪) মৃত আবুল হোসেনের পুত্র জাহিদুল ইসলাম(৩০), মৃত রমিছ উদ্দীনের পুত্র রমজান আলী (৪০)ও মৃত জফেরের পুত্র বাবু(৪০। অপরদিকে সামাদ দাবী করেন তার দলের ৩ জন আহত হয়েছে। এব্যাপারে উভয় পক্ষ থানায় অভিযোগ দায়ের করেন।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …