পিরোজপুর প্রতিনিধিঃ পিরোজপুরের মঠবাড়িয়ায় পলস্নী সমাজের কর্মপরিকল্পনা বিষয়ক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলার ৪নং ঘটিচোরা পলস্নী সমাজের সভানেত্রী মালেকা বেগমের সভাপতিত্ব বক্তব্য রাখেন ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন কর্মসূচির (এ,এম) মোঃ আজিজুর রহমান, জেলা ব্যবস্থাপক (আই,বি) ত্রিদীপ গোলদার, কর্মসূচির সহকারী (আই, বি) মিনিকা রাণী বসু, সংগঠনের কোষাধক্ষ ফরিদা বেগম প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বাল্য বিয়ে প্রতিরোধ, যৌতুক বিহীন বিয়ে, জন্ম ও মৃত্যু নিবন্ধন সহ ছোটখান পারিবারিক সমস্যা সংঘঠনের মাধ্যমে জনগণকে সচেতন করার জন্য অনুরোধ জানান। এছাড়া ৪নং ঘটিচোরা পলস্নী সমাজের ১৭টি সমস্যার মধ্যে ৩টি সমস্যাকে গুরুত্বপূর্ণ হিসেবে বেচে নিয়েছে। সমস্যাগুলো হলো, এলাকায় পানীয় জলের অভাব পুরনের জন্য ডিপহ্যান্ড টিউবওয়েল স্থাপন, খান বাড়ি থেকে আফেজ উদ্দিনের বাড়ি পর্যন- ইটের রাস্তা তৈরি ও এলাকায় বিদ্যুৎ সমস্যা সমাধান করা। এছাড়াও ২৯নং পলস্নী সমাজের কর্মপরিকল্পনা তৈরি করা হয়। ২৯নং পলস্নী সমাজের ২৫টি সমস্যার মধ্যে ৩টি সমস্যার গুরম্নত্ব দেয়া হয়, সমস্যা গুলো হলো, শিরিনের দাম্পত্ব সম্পর্ক পূর্ণ উদ্ধার, নিরাপদ পানির সমস্যার সমাধান করা। মাঝেরপুল জামে মসজিদ সংলগ্ন ডোবা মাটি দিয়ে ভরাট করা।
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …