কুড়িগ্রাম প্রতিনিধিঃ
বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলী নিখোঁজের প্রতিবাদে এবং তার মুক্তির দাবীতে কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে কুড়িগ্রামে থানা বিএনপি’র উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টায় পোষ্টঅফিস পাড়াস’ জেলা বিএনপি কার্যালয় হতে বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জাহাজ মোড়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম জেলা বিএনপি’র সহ-সভাপতি ও সদর থানা বিএনপি’র সভাপতি আলহাজ্ব আব্দুল আজিজের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় বক্তব্য রাখেন- জেলা বিএনপি’র সহ-সভাপতি সহিরুজ্জামান সাজু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সোহেল হোসনাইন কায়কোবাদ সোহেল, জেলা বিএনপি’র দফ্তর সম্পাদক আশরাফুল হক রুবেল, সদর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক জহুরুল আলম, সাংগঠনিক সম্পাদক আবুল হোসেন, কৃষি বিষয়ক সম্পাদক ইদ্রিস আলী, জেলা বিএনপি’র সদস্য আজিজার রহমান মন্টু, সাহাবুদ্দিন সাবু, রায়হান কবির, মৎস্য দলের আহবায়ক রোস-ম আলী, জেলা যুবদলের নেতা নাদিম আহমেদ, সাজ্জাদ চৌধুরী ব্রাইট, মাসুদ রানা মাসুদ, আব্দুল আলিম, জেলা ছাত্রদলের আহবায়ক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, যুগ্ম আহবায়ক মোর্শেদ হোসেন লিটু, জুয়েল রানা, আমিমুল ইহসান প্রমূখ।
বক্তারা বলেন, গত ১৭ এপ্রিল রাতে কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক ইলিয়াস আলী নিখোঁজ হলেও সরকার গত কয়েকদিন ধরে নাটক করে চলছে। একেক সময় একেক রকম মিথ্যা বিভ্রানি-কর তথ্য দিয়ে জনগণের সঙ্গে প্রতারণা করছে। এ সরকারের সময়ে কারও কোন নিরাপত্তা নেই। বক্তারা অবিলম্বে এম ইলিয়াস আলীকে ফেরৎ প্রদানের দাবী জানান।
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …