পিরোজপুর প্রতিনিধিঃ এবার পিরোজপুরে নারী কেলেঙ্কারীতে ফেঁসে গেলেন ছাত্রদল নেতা। পিরোজপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মারম্নফ হাসানকে ধর্ষন ও অবৈধ গর্ভপাত ঘটানোর অভিযোগে রাতে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ সূত্রে জানাযায়, পিরোজপুর শহরের শিকারপুর এলাকার বাসিন্দা ১৬ বছরের এক মেয়েকে ২ বছর আগে মারম্নফ হাসান প্রত্যারনার মাধ্যমে গ্রাম্য বিয়ে করে। এরপর শহরের বিভিন্ন স’ানে বাসা ভাড়া করে ওই মেয়েকে বিভিন্ন সময়ে মারম্নফ ধর্ষন করে। এক পর্যায়ে মেয়েটি গর্ভবতী হয়ে পড়লে মারম্নফ তাকে জোর করে গর্ভপাত ঘটায়। এভাবে দীর্ঘ দুই বছর চলার পর এক পর্যায়ে মারম্নফ মেয়েটিকে চিনতে অস্বীকার করে এবং তাদের এ সম্পর্কের কথা কাউকে না বলার জন্য হুমকি দেয়। ছাত্রদল নেতা মারম্নফ হাসানের প্রতারনার শিকার হওয়া মেয়েটি জানান, হোটেল ব্যবসায়ী মারম্নফ দুই বছর ধরে তার সাথে দৈহিক সম্পর্ক করে আসছে। মারম্নফ বিবাহিত ও এক সনত্মানের জনক জানার পরে তাকে এ বিষয়ে চাপ দিলে তিনি তাকে চিনতে অস্বীকার করে। মেয়েটি আরও জানান, দুই বছর আগে তাকে গ্রাম্য শরিয়াত অনুযায়ী বিয়ে করেছিল। পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন জানান, হোটেল ব্যবসায়ী ও জেলা ছাত্রদল নেতা মারম্নফের বিরম্নদ্ধে এক মেয়ে অভিযোগ নিয়ে প্রথমে জেলা প্রশাসক ও পুলিশ সুপার এর কাছে যায়। পরে রবিবার থানায় এসে অভিযোগ দিলে রাতে মারম্নফকে আটক করে বিষয়টি তদনেত্মর মাধ্যমে সত্যতা পেয়ে থানায় মারম্নফ ও তার এক সহযোগী শানত্মর বিরম্নদ্ধে সোমাবার মামলা নেওয়া হয়েছে।থানায় আটক মারম্নফ হাসান জানান, মেয়েটি ভাল নয়। তার অভিযোগ সত্য নয়।
আরও পড়ুন...
নওগাঁয় তরুণকে অপহরণ চেষ্টা, আটক ২
নওগাঁ প্রতিনিধি : নওগাঁর মান্দায় এক তরুণকে অপহরণ করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন দুই …