14 Chaitro 1430 বঙ্গাব্দ শুক্রবার ২৯ মার্চ ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / স্বাস্থ্য / নাজিরপুরে এইচআইভি এইডস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

নাজিরপুরে এইচআইভি এইডস বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

পিরোজপুর প্রতিনিধিঃ ১৫ এপ্রিল নাজিরপুর হাসপাতালের প্রশিক্ষণ কক্ষে এইচআইভি এইডস সম্পর্কে গণসচেতনতা শীর্ষক একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়।সভাপতিত্ব করেন উপজেলা স্বাস’্য ও প.প কর্মকর্তা ডাঃ মোঃ সহিদুল ইসলাম হাওলাদার। প্রধান অতিথি ছিলেন পিরোজপুরের সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল গনিএবং বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা ব্যুরোর ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার মোঃ আব্দুস সালাম। প্রধান অতিথি সিভিল সার্জন বলেন প্রতিবেশী রাষ্ট্র ভারতে ২৫ লাখ এইডস রোগী আছে। এমনিভাবে বিভিন্ন রাষ্ট্রে এইসআইভি-এইডস আক্রানত্ম রোগীর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। আমাদের দেশে ভয়াবহ চিত্র না থাকলেও ছড়িয়ে পড়তে সময় লাগবেনা। কাজেই এইচআইভি -এইডস সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে। যেসব উপায় এইডস ছড়িয়ে পড়ে তিনি তা ব্যাখ্যা করেন। তিনি বলেন ধর্মীয় অনুশাসন আমাদের মেনে চলা উচিৎ তাহলে এইডস থেকে আমরা অনেকাংশে রেহাই পেতে পারি। তিনি গণসচেতনতার উপরও গুরুত্ব আরোপ করেন। বিশেষ অতিথি বলেন এই রোগ চিকিৎসার জন্য কোন ওষুধ এখনো আবিস্কার হয়নি। এই রোগ মৃত্যুর দিকে ঠেলে নিয়ে যায়। যার শরীরে ভাইরাসটি প্রবেশ করে তার শরীর থেকে রোগ প্রতিরোধ ক্ষমতা আসেত্ম আসেত্ম কমে যায় ফলে কোন ওষুধে আর কাজ হয়না। তাই যত্রতত্র যৌন মিলন এবং একই সিরিঞ্জ বারবার ব্যবহার থেকে বিরত থাকার জন্য সবার প্রতি আহবান জানান। উন্মুক্ত আলোচনায় অংশ নেন শাখারীকাঠী ইউপি চেয়ারম্যান শেখ মোঃ আক্তারুজ্জামান গাউস, দৈনিক পিরোজপুরের কথা’র উপদেষ্টা সম্পাদক শেখ জাকির আহমেদ, মসজিদের ইমাম শেখ মনির আহমেদ প্রমুখ। কর্মশালায় জনপ্রতিনিধি, সাংবাদিক, ধর্মীয় নেতা, কলেজের ছাত্র ছাত্রী, এনজিও প্রতিনিধি, ওষুধ ব্যবসায়ী, রিক্সা -ভ্যান চালকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপসি’ত ছিলেন।

আরও পড়ুন...

নওগাঁয় একটি বে-সরকারি ক্লিনিক সিলগালা ঃ ৪টি ক্লিনিকে জরিমানা

এনবিএন ডেক্সঃ নওগাঁয় অস্বাস্থ্যকর পরিবেশ, লাইসেন্সবিহীন, ডিউটি ডাক্তার ও মেডিকেল ডিপ্লোমা নার্স না থাকায় অভিযান …