7 Srabon 1432 বঙ্গাব্দ মঙ্গলবার ২২ জুলাই ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / রংপুর / ঠাকুরগাওয়ের হরিপুরে ট্রলির চাপায় ১ শিশুর মৃত্যু

ঠাকুরগাওয়ের হরিপুরে ট্রলির চাপায় ১ শিশুর মৃত্যু

ঠাকুরগাও প্রতিনিধিঃ ঠাকুরগাওয়ের হরিপুর উপজেলার আমগাও চৌরাস্তায় ট্রলির চাপায় সবুজ(১০) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। এলাকাবাসী জানায়, শনিবার সকাল সাড়ে ১০ টায় হরিপুর উপজেলার আমগাও গ্রামের কিছু যুবক একটি ট্রলিতে উঠে বৈশাখী উৎসবে মেতে উঠে। ট্রলিটি আমগাও মোড়ে ঐ শিশুটিকে চাপা দিলে ঘটনাস’লেই তার মৃত্যু হয়। সে একই গ্রামের নুরুল ইসলামের ছেলে বলে জানা গেছে।

আরও পড়ুন...

কুড়িগ্রাম টেনারী নামা ছড়ায় মৎস চাষে এলাকার বেকারত্ব মোচন এনেছে দারুন সফলতা

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম টেনারী নামা ছড়ায় মৎস চাষে এলাকার বেকারত্ব মোচন। এনেছে দারুন সফলতা। ব্যাপক …