3 Boishakh 1431 বঙ্গাব্দ মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / রংপুর / হরিপুরে যাদু-মন্ত্রের আতংক প্রতিপক্ষকে ঘায়েল করতে শিশুকন্যার লাশ উত্তোলনের চেষ্টা ব্যর্থ

হরিপুরে যাদু-মন্ত্রের আতংক প্রতিপক্ষকে ঘায়েল করতে শিশুকন্যার লাশ উত্তোলনের চেষ্টা ব্যর্থ

হরিপুর (ঠাকুরগাঁও) প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের হরিপুর উপজেলার কামারপুকুর গ্রামে যাদু-মন্ত্র করে প্রতিপক্ষকে ঘায়েল করতে কবরস্থান থেকে শিশুকন্যার লাশ উত্তোলনের চেষ্টা ব্যর্থ হয়েছে বলে গ্রামবাসী জানিয়েছে। এ রকম অলৌকিক ঘটনার জন্য কামারপুকুর গ্রামসহ আশ-পাশের গ্রামগুলোতে যাদু-মন্ত্রের আতংক বিরাজ করছে বলে জানা গেছে।
আলী আকবর জানায়, কামারপুকুর গ্রামের তাহের গংদের সাথে আমাদের জমিজমা নিয়ে গত কয়েক বছর ধরে বিরোধ চলে আসছে। আমাকে ও আমার পরিবার এবং আমার পক্ষের লোকজনকে অলৌকিকভাবে যাদু-মন্ত্র করে শায়েস্তা বা ঘায়েল করার উদ্দেশে গত বুধবার গভীর রাতে তাহের গংয়ের লোক কামারপুকুর গ্রামের আঃ গফুরের পুত্র আলতাফুর (৪০) ও আলম (৪৫), একই গ্রামের দবিরুল ইসলামের পারিবারিক কবরস্থানে রাজ্জাক নামে একব্যক্তির সমপ্রতি মারা যাওয়া শিশুকন্যার লাশ তুলতে যায়। কিন’ এলাকাবাসী তাদের রাতের আধাঁরে কবরস্থানে দেখে সন্দেহর সৃষ্টি হলে গ্রামবাসী তাদের ধাওয়া করে আটক করে। আটকৃত ব্যক্তিদের গ্রামবাসী উত্তম-মধ্যম দিয়ে হরিপুর থানা পুলিশকে খবর দেয়। রাত আড়াইটার দিকে পুলিশ ঘটনাস’লে পৌছালে ভয়ে আলতাফুর (৪০) ও আলম (৪৫) অকপটে শিকার করে বলেন, আলী আকবর গংদের সাথে দীর্ঘদিন ধরে আমাদের সাথে জমিজমা নিয়ে বিরোধ চলছে । তাই আলী আকবরকে এবং তার লোকজনকে শায়েস্তা করতেই মূলত আমরা যাদু-মন্ত্র করার জন্য এই মৃত শিশুকন্যার লাশ তুলতে এসেছিলাম। হরিপুর থানার এস আই শামছুজ্জোহা ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, সংশ্লিষ্ট ইউপি চেয়ারম্যান ও গ্রামবাসীর মতামতের উপর ভিত্তি করে কবরস্থানে আটককৃত ব্যক্তিরা আর কোন দিন এ রকর কোন অলৌকিক কর্মকান্ড করবে না মর্মে মুচলিকা লিখে নিয়ে চেয়ারম্যানের হাওলায় জামিন দেওয়া হয়। কবর খুঁড়ার সরঞ্জাম ও অলকিক কর্মকান্ডে আলামত জব্দ করে থানায় নিয়ে আসা হয়েছে। পরদিন সকালে গ্রামবাসী হরিপুর থানায় একটি সাধারণ ডাইরী করেন। ডাইরী নং-৩৪২ । কামারপুকুর গ্রামের কাশেম মাষ্টার জানান, জমিজমা বিরোধে আদালত আছে সেখানে গিয়ে মীমাংশা করতে হবে তা না করে তারা গ্রামবাসীর ১৭ জনের নামে যাদু-মন্ত্র করে মারার চেষ্টা করছে। বর্তমানের এ অলৌকিক ঘটনার জন্য গ্রামবাসীর মধ্যে আতংক বিরাজ করছে বলে তিনি জানান। ঘটনার সত্যতা জানার জন্য তাহের গংয়ের সাথে যোগাযোগ করার চেষ্টা করেই তাকে পাওয়া যায়নি। এ রির্পোট লেখা পর্যন- ঐ এলাকার লোকজনের মধ্যে যাদু-মন্ত্রের আতংক ও উত্তেজনা বিরাজ করছিল।

আরও পড়ুন...

কুড়িগ্রাম টেনারী নামা ছড়ায় মৎস চাষে এলাকার বেকারত্ব মোচন এনেছে দারুন সফলতা

কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রাম টেনারী নামা ছড়ায় মৎস চাষে এলাকার বেকারত্ব মোচন। এনেছে দারুন সফলতা। ব্যাপক …