26 Boishakh 1432 বঙ্গাব্দ শুক্রবার ৯ মে ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / সারাদেশ / নওগাঁয় বর্ন্যাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে দূর্নীতি প্রতিরোধ ২০১২ সপ্তাহ পালিত

নওগাঁয় বর্ন্যাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে দূর্নীতি প্রতিরোধ ২০১২ সপ্তাহ পালিত

এন বি এন ডেক্স:“সবাই মিলে লড়ব, দূর্র্নীতিমুক্ত বাংলাদেশ গড়ব“ এই শ্লোগান বাস-বায়নের দাবীতে নওগাঁয় বর্ন্যাঢ্য র‌্যালী ও আলোচনা সভার মধ্য দিয়ে দূর্নীতি প্রতিরোধ সপ্তাহ ২০১২ পালিত হয়েছে। আজ সকালে পিটিআই চত্বর থেকে একটি বর্ন্যাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে পুরাতন কালেকটরেট চত্বরে দূর্নীতি প্রতিরোধ অফিস প্রাঙ্গনে গিয়ে শেষ হয়। র‌্যালী ও আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ড. মোছাম্মৎ নাজমানারা খানুম। জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটি এর আয়োজন করেন। জেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সাবেক অধ্যক্ষ দেওয়ান ইশরাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে পুলিশ সুপার ওয়াই এম বেলালুর রহমান, সাবেক উপসচিব নজরুল ইসলাম, দূর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক সমর কুমার, সদর উপজেলার মুক্তিযোদ্ধা কমান্ডার গোলাম সামদানী, জেলা কমিটির সাধারন সম্পাদক আতিকুর রহমান, জেল সুপার আনোয়ারুল ইসলাম, শিক্ষক সাদিকা জান্নাতুন, সততা সংঘের ছাত্র সোবরাজ আকন্দ ও ছাত্রী ঝিলিক প্রমুখ বক্তব্য রাখেন। র‌্যালীতে সরকারী, বে-সরকারী কর্মকর্তা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ছাত্র-ছাত্রীসহ প্রায় দেড় সহস্রাধিক লোক অংশ গ্রহন করেন।

আরও পড়ুন...

অবশষেে স্থায়ী সংস্কার হচ্ছে নওগাঁর রাণীনগররে গলার কাঁটা মালঞ্চ-িনান্দাইবাড়-িকৃষ্ণপুর ঝুঁকিপুন বড়েবিাঁধ

নওগাঁ প্রতিনিধি: নওগাঁর রাণীনগর ও আত্রাই উপজেলাবাসীর গলার কাঁটা মালঞ্চি-নান্দাইবাড়ি-কৃষ্ণপুর ঝুঁকিপূর্ণ বেড়িবাঁধটি। গোনা ইউনিয়ন পরিষদের …