সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে ছেলেধরা আতংক এখনো জনমনে অব্যাহত রয়েছে। গতকাল রোববার দুপুরে সিরাজগঞ্জ বগুড়া আঞ্চলিক মহাসড়কের শিমুল তলা নামক স’ান থেকে ছেলেধরা সন্দেহে অজ্ঞাত এক যুবককে পুলিশ আটক করেছে। এ নিয়ে পুলিশ এ পর্যন- ৫ জনকে আটক করা হলো। পুলিশের আবেদনে বিজ্ঞ আদালত আটককৃত অজ্ঞাত বোবা ৩ মহিলাকে সমাজ সেবা অধিদপ্তরের মাধ্যমে সেফ হোম রাজশাহী প্রেরণের নির্দেশ দিয়েছেন। পুলিশ জানায়, কয়েক সপ্তাহ ধরে জেলার বিভিন্ন স্থানে ছেলেধরা সন্দেহ ও অতংক ছড়িয়ে পড়ে। বেশ কিছু মহিলা ও যুবক ঘোরা ফেরা করে ও ছোট ছোট ছেলে মেয়েকে দেখে আদর করে এবং তারা ছেলেধরা কি না তা এখনো প্রমান মিলছেনা। রোববার দুপুরে উল্লেখিত অজ্ঞাত এক যুবককে ছেলেধরা সন্দেহে বেদম মারপিট করে। খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এর কয়েকদিন আগে পৌর এলাকার বিভিন্ন স’ান থেকে অজ্ঞাত ৪ মহিলাকে আটক করা হয়। সদর থানার ওসি সৈয়দ শহিদ আলম বলছেন, আটককৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ করেও তাদের মুখের জবান ও কোন তথ্য পাওয়া যায়নি এবং তারা পাগল ও বোবা বলে ধারনা করা হচ্ছে। এমনকি তারা কোন প্রকার খাওয়া খাদ্য করছেনা। এ ধরনের অপরিচিত লোকজনকে দেখা মাত্র মারপিট না করে পুলিশকে জানানোর জন্য তিনি জনসাধারণকে অনুরোধ জানান। এদিকে ছেলেধরা সন্দেহ ও আতংক অব্যাহত থাকায় বিশেষ করে শিশু ছাত্র ছাত্রীদের অভিভাবক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষ বিশেষ সতর্কতা অবলম্বন করছেন।
Home / প্রতিবেদন / সিরাজগঞ্জে ছেলেধরা আতংক অব্যাহত এ পর্যন- আটক ৫ অজ্ঞাত ৩ মহিলাকে সেফ হোমে প্রেরণের নির্দেশ
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …