20 Agrohayon 1431 বঙ্গাব্দ বুধবার ৪ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / রংপুর-বগুড়ার ৫০ কিঃমিঃ মহাসড়ক ফেন্সিডিল পাচারের নিরাপদ রুট ?

রংপুর-বগুড়ার ৫০ কিঃমিঃ মহাসড়ক ফেন্সিডিল পাচারের নিরাপদ রুট ?

পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি: রংপুর- বগুড়া মহা সড়কের পীরগঞ্জ উপজেলার সীমানা বিটিসি থেকে মিঠাপুকুরের দমদমা পর্যন- দীর্ঘ ৫০ কি,মি মহাসড়ক অবৈধ ভারতীয় পানীয় ফেন্সিডিল পাচারের নিরাপদ রুট হিসেবে ব্যবহৃত হয়ে আসছে । সংশ্লিষ্ট প্রশাসনের পদক্ষেপের অভাবে এ পরিসি’তির উন্নতি হওয়া তো দুরের কথা প্রতিনিয়ত আরও অবণতি ঘটছে । ফলে এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যাবসায়ী ও মাদকাসক্তদের সংখ্যাও উদ্বেগজনক হারে বেড়েই চলছে ।
অনুসন্ধানে জানা গেছে, প্রতিদিন দিনাজপুরের হিলি সীমান- দিয়ে চোরাকারবারীদের মাধ্যমে রাতের আঁধারে শত শত বোতল ফেন্সিডিল অবৈধভাবে নবাবগঞ্জ, দাউদপুর, ভাদুরিয়া হয়ে পীরগঞ্জ উপজেলার কাচদহ ও দুধিয়াবাড়ি ঘাট পেরিয়ে টুকুরিয়া ও ভেন্ডাবাড়ি এলাকায় নিয়ে আসা হচ্ছে । পর দিনের আধারে ওই সব ফেন্সিডিল পীরগঞ্জ উপজেলার ভেন্ডাবাড়ি- বড়দরগাহ , ভেন্ডাবাড়ী- শঠিবাড়ী, ভেন্ডাবাড়ী- দমদমা, খালাশপীর- পীরগঞ্জ ও চতরা-ধাপেরহাট সহ বিভিন্ন বাস-া দিয়ে নিয়ে আসা হচেছ মহাসড়ক সংলগ্ন বাস স্ট্যান্ড গুলোর পার্শে। আর এ সব পরিবহনের ক্ষেত্রে রাতে এবং প্রত্যুষে এক শ্রেনীর মজুর মোটা অংকের মজুরির বিনিময়ে বাইসাইকেল ও রিস্কা ভ্যান যোগে এগুলো র্নিদিষ্ট গন-ব্যে পৌঁছে দিচ্ছে। এর পর রাতে কিংবা প্রত্যুষে ট্রাক কিংবা বাস যোগে এ গুলো রাজধানী সহ দক্ষিণাঞ্চলের জেলা গুলোতে নিয়ে যাওয়া হচ্ছে । নির্ভরযোগ্য একাধিক সুত্র জানায় , নৈশ কোচের চালকের আসনের নীচে ও কাঁচামাল পরিবহনের ট্রাকে করে বিশেষ কৌশলে এ সব ফেন্সিডিল নিরাপদে পৌছে দেয়া হচ্ছে উল্লাপাড়া, সিরাজগঞ্জ, টাঙ্গাইল সহ রাজধানীর কাছাকাছি এলাকা গুলোতে।
এ ছাড়া পীরগঞ্জে ফেনসিডিল অনেকটাই বাধাহীন, সহজ লভ্য ও লাভ জনক ব্যবসা হওয়ায় উঠতি বয়সের যুবকেরা প্রতিনিয়ত এ ব্যবসায় জড়িয়ে পড়ছে এবং সে সঙ্গে আসক্ত হয়ে পড়ছে নেশায় । উদ্বিগ্ন হয়ে পড়ছে অভিভাবক ও সচেতন মহল ।
মাদক দ্রব্য নিয়ন্ত্রন বিভাগ, র‌্যাব ও পুলিশ মাঝে মধ্যে অভিযান চালিয়ে ফেন্সিডিল সহ অনেককে গ্রেফতার করলেও বর্তমান পরিসি’তিতে এ অভিযান অপর্যাপ্ত বলে মনে করছেন অভিভাবক ও সচেতন মহল । তাদের মতে জোড়ালো অভিযান ও ভ্রাম্যমান আদালতে সাজা অব্যাহত থাকলে পীরগঞ্জ অনেকটাই ফেন্সিডিল মুক্ত হবে ।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …