22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁর মান্দায় সংখ্যালঘু ব্যক্তির সম্পত্তি জবর দখলের চেষ্টা নওগাঁ থেকে মোঃ তৌহিদুর রহমান

নওগাঁর মান্দায় সংখ্যালঘু ব্যক্তির সম্পত্তি জবর দখলের চেষ্টা নওগাঁ থেকে মোঃ তৌহিদুর রহমান

নওগাঁর মান্দায় সুকুমার চন্দ্র প্রামানিক নামে সংখ্যালঘূ ব্যক্তির সম্পতি জবর দখল করে বাড়িঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। বাধা দেয়ায় প্রতিপক্ষরা তাকে প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন ভাবে ভয়ভীতি দেখিয়ে আসছে। ঘটনায় মান্দা থানায় একটি সাধারন ডাইরী করা হয়েছে। ঘটনাটি ঘটেছে উপজেলার সতীহাট বাজার সংলগ্ন শ্রীরামপুর মৌজায় ১৭ শত জমি একই এলাকার নিতাই চন্দ্রের কাছ থেকে ২০০২ সালে কিনে ভোগদখল করে আসছেন। সুকুমার চন্দ্র ওই জমিতে ভরাট দিয়ে সেখানে বিভিন্ন প্রজাতির গাছ লাগান। সমপ্রতি ওই সম্পত্তির মালিকানা দাবি করে আসছে শীরামপুর গ্রামের আলহাজ্ব আব্দুস সাত্তারের ছেলে কাজল। এনিযে অনুষ্ঠিত একাধিক সালিশ বৈঠকে জমির কাগজপত্র পর্যালোচনা ও উভয় পক্ষের আইনজীবীরা মতামত নিয়ে মাতবররা কাজলের বিপক্ষে রায় প্রদান করেন। কিন’ কাজল সালিশের রায় অমান্য করে ওই জমিতে টিনের বেড়া ও ছাউনি দিয়ে ঘর নির্মাণ করে দখলের চেষ্টা করেছেন। বাধা দেয়ায় সুকুমারকে প্রতিপক্ষ কাজল ও তার লোকজন প্রাণনাশের হুমকিসহ বিভিন্ন ভয়ভীতি দেখিয়ে আসছে। ঘটনায় সুকুমার চন্দ্র মান্দা থানায় বুধবার একটি সাধারন ডাইরি করেছেন। স’ানীয় ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী বিবাদমান সম্পত্তিতে কাজলের স’াপনা নির্মানের কথা স্বীকার করে জানান, ঘটনাটি নিয়ে একাধিকবার সালিশ বৈঠক অনুষ্ঠিত হলে ও তা নিস্পত্তি করা সম্ভব হয়নি।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …