এন বি এন ডেক্সঃ নওগাঁর মহাদেবপুর উপজেলার নওহাটা পুলিশ ফাঁড়ি এলাকায় বাড়ির সামনে ডোবার পানিতে পড়ে দুই বছর বয়সের এক কন্যা শিশুর মর্মানি-ক ভাবে মৃত্যু হয়েছে। এলাকাবাসীদের সুত্রে জানা যায়,নওহাটা পুলিশ ফাঁড়ি এলাকার খোর্দ্দনারায়ন পুর (নামাপাড়া) গ্রামের লিটনের দুই বছর বয়সের কন্যা জুই শুক্রবার বিকেলে বাড়ীর সবার অজানে- বাড়ির সামনের ডোবার পানিতে পড়ে গিয়ে মর্মানি-ক ভাবে মৃত্যু হয়। পরে তাকে না পেয়ে ডোবায় খুজাখুজির পর পানি থেকে মৃত অবস’ায় উদ্ধার করে। শিশুর মৃত্যুতে গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …