এন বি এন ডেক্সঃ গত শুক্রবার দুুপুরে নওগাঁর মহাদেবপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে এক কিশোরীর মর্মানি-ক মৃত্যু হয়েছে এবং অপর এক কিশোরী মারাত্মক আহত হয়েছে। উপজেলার সফাপুর ইউপি’র সাবেক মেম্বার রিয়াজ উদ্দিন জানান, সফাপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আব্দুল জলিল সফাপুর বাজারের পার্শ্বে পল্লী বিদ্যুতের এগার হাজার ভোল্টের সঞ্চালন লাইন সংলগ্ন জায়গায় একটি ইটের দোতালা বাড়ী নির্মাণ করছেন। দীর্ঘদিন ধরে বাড়ীটির নির্মাণ কাজ চললেও তিনি বিদ্যুতের লাইনটি স্থানান্তরের কোন ব্যবস্থ্য গ্রহণ না করায় তার বিল্ডিংয়ের সামনের দেয়াল ঘেঁষে লাইনটি অবস্থান করে। উপজেলার খাজুর ইউনিয়নের বিলমোহাম্মদপুর গ্রামের আব্দুল আজিজের মেয়ে আরিফা বানু (১২) এবং সফাপুর গ্রামের আব্দুল আলিম সরদারের মেয়ে শারমিন আক্তার (১৩) শুক্রবার বেলা ১ টার সময় সফাপুর গ্রামের মৃত ছবেদ আলীর কূলখানি খেতে এসে ঐ বিল্ডিংয়ের দোতালায় বেড়াতে যায়। আরিফা কৌতুহল বশত দোতালার জানালা সংলগ্ন বিদ্যুতের তারে হাত দিলে সে বিদ্যুতায়িত হয়। তার চিৎকার শুনে তাকে বাঁচাতে শারমিন তার গায়ে হাত দিলে সেও বিদ্যুতায়িত হয়। বিদ্যুতের তারে জরিয়ে শরীরের বিভিন্ন স’ান পুড়ে ঘটনাস’লেই আরিফার মৃত্যু হয়। বিদ্যুতের একটি তার ছিড়ে মাটিতে পড়ে যায়। মারাত্মক ঝলসানো অবস’ায় শারমিনকে মহাদেবপুর উপজেলা স্বাস’্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়। ঘটনাস’লে উপসি’ত গ্রামবাসীরা অভিযোগ করেন যে, দীর্ঘদিন ধরে বিদ্যুতের তার বাড়ীটির দেয়ালের সাথে লেগে থাকায় প্রায়ই দূর্ঘটনা ঘটলেও কেউই এর কোন সমাধান করেনি। তারা জানান, গত মাসে একই রকমভাবে উপজেলার চকউজাল গ্রামের কাপতুল আলীর ছেলে রায়হান আলম (৭) মারাত্মক আহত হয়। এছাড়া বাড়ীটি নির্মাণের সময়ও একজন মিস্ত্রি বিদ্যুতায়িত হয়ে আহত হয়। এব্যাপারে নির্মাণাধীন বাড়ীটির মালিক আব্দুল জলিলের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি বিদ্যুতের লাইনটি সরিয়ে নেয়ার জন্য স’ানীয় পল্লী বিদ্যুৎ অফিসে বললেও তারা সরায়নি। দূর্ঘটনার ব্যাপারে নিহত আরিফার পিতার সাথে সমঝোতার চেষ্টা চলছে বলেও তিনি জানান। এব্যাপারে পল্লী বিদ্যুতের মহাদেবপুর ডিজিএম আবু আশরাফ সালেহ জানান, জলিল এব্যাপারে লিখিত কোন আবেদন করেননি। বরং বিদ্যুতের লাইন থেকে নিরাপদ দূরত্বে বাড়ী নির্মাণ করা উচিৎ ছিল। তবে এব্যাপারে তিনি জনাব জলিলকে কোন নোটিশ দেননি বলেও জানান। দূর্ঘটনার ২ ঘন্টা পরে বিকেল ৩ টার সময় তার সাথে কথা বলার সময়ও তিনি মৃত্যুর ব্যাপারে কিছুই জানতে পারেননি। মহাদেবপুর থানার ওসি মাহমুদুল আলম জানান, এব্যাপারে থানায় অভিযোগ দেয়া হলে ব্যবস’া নেয়া হবে। এব্যাপারে সফাপুর ইউপি’ চেয়ারম্যান শামসুল আলম বাচ্চু জানান, বাড়ীটির মালিক আব্দুল জলিল সরকারী দলের নেতা হওয়ায় এব্যাপারে বিদ্যুৎ বিভাগ কোন ব্যবস্থা নেয়নি। স্থানীয় জনতার অভিযোগ পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ সময়মত পদক্ষেপ নিলে এই মর্মানি-ক দূর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া যেত।
Home / প্রতিবেদন / ১১ হাজার ভোল্ট লাইন ছুঁয়ে বিল্ডিং নির্মাণ মহাদেবপুরে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে দুই কিশোরী হতাহত
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …