20 Agrohayon 1431 বঙ্গাব্দ বুধবার ৪ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁর মহাদেবপুরে পূর্ব শত্রুতার জের ধরে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ

নওগাঁর মহাদেবপুরে পূর্ব শত্রুতার জের ধরে হামলা, ভাংচুর ও অগ্নিসংযোগ

এন বি এন ডেক্স: নওগাঁর মহাদেবপুরে জমি জমা সংক্রান- পূর্ব শত্রুতার জের ধরে গত বুধবার রাতে উপজেলার পলিপাড়া গ্রামে এক দিনমজুর শ্রমিকের বাড়িতে হামলা চালিয়ে মারপিট শুরু করে, বাড়ির মালামাল লুটপাট করে এবং ওই বাড়িতে অগ্নিসংযোগ করে পালিয়ে যায় । জানা গেছে, গ্রামের মৃত সাবুল মন্ডলের পুত্র লোকমান তার বাড়ির পার্শ্বে ২ শতাংশ পৈত্রিক ভিটা জমিতে ঘর নির্মান করেন। ঘটনার দিন দুপুরে একই গ্রামের মৃত কায়েব মন্ডলের পুত্র আহাদ আলী, পুত্রবধু নাজমা বেগম, মাজেদ, মজির, আজেদ, মকবুল ও তার স্ত্রী মনোয়ারা বেগম হাতে লাঠি সোটা, দা, কুড়াল ও বটি নিয়ে সংঘবদ্ধ হয়ে লোকমানের বাড়িতে ভাংচুর চালায়। যাবার সময় ঘরের টিন, চৌকি, দরজা, আসবাবপত্র, ট্রাংক সহ নগদ ৩ হাজার টাকা লুটপাট করে নিয়ে যায়। এ সময় বাঁধা দিতে লোকমানের প্রতিবন্ধি মেয়ে লাইলি খাতুন এগিয়ে আসলে তাকে বেদধম মারপিট করে চলে যায়। তাকে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করানো হয়েছে। এছাড়া সংঘবদ্ধ দলের হোতা আহাদের নেতৃত্বে গভীর রাতে বাড়ীর খড়ের চালে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনায় গতকাল বৃহস্পতিবার দুপুরে ঘটনাস’লে গেলে লোকমানের বৃদ্ধা মা রোকেয়া বেওয়া, কন্যা মোরশেদা বেগম, ভাতিজা বউ মাহফুজা বেগম, ছেলে কুদ্দুস ও গ্রামবাসী আয়েজ উদ্দীনের পুত্র নজরুল ইসলাম বাবু বলেন, আহাদ গং অন্যায় ভাবে তাদের বাড়িতে আগুন লাগিয়ে দিয়ে পুড়িয়ে মেরে ফেলার চেষ্টা করেছেন। ভাগ্যক্রমে বৃদ্ধা মা নিজে চোখে তা দেখে চিৎকার শুরু করলে প্রতিবেশিরা এসে আগুন নিয়ন্ত্রনে আনেন। এ ঘটনায় থানা পুলিশ মামলা না নেওয়ায় আদালতে মামলা দায়েরের প্রস’তি চলছে। আহাদ গংদের সাথে যোগাযোগ করা হলে তারা কথা বলতে রাজি না হয়ে লোকমানদের পূনরায় পুড়িয়ে মারার হুমকি প্রদান করেন।#

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …