27 Agrohayon 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ১২ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁ শহর থেকে অপহৃত রেজাউল ইসলামের ৪ সপ্তাহেও সন্ধান মেলেনি

নওগাঁ শহর থেকে অপহৃত রেজাউল ইসলামের ৪ সপ্তাহেও সন্ধান মেলেনি

এন বি এন ডেক্সঃ নওগাঁ শহরের আরজী নওগাঁর শাহী মসজিদ এলাকা থেকে গত ৪ সপ্তাহ আগে প্রকাশ্য দিবালোকে অপহৃত যুবক রেজাউল ইসলামের কোন সন্ধান না পাওয়ায় তার স্বজনরা দিশেহারা হয়ে পড়েছেন। অপহরনকারীরা রেজাউল ইসলামকে আটকে রেখেছে নাকি তাকে হত্যা করে লাশ গুম করা হয়েছে সে বিষয়টি নিয়ে চরম উদ্বেগ উৎকন্ঠার মধ্যে দিনাতিপাত করছেন তার পিতা-মাতাসহ পরিবারের সদস্যরা। পুলিশ বলছেন, রেজাউল নিখোঁজ হবার ঘটনায় থানায় সাধারন ডাইরি করা হলে ঘটনাটি তদন- করে দেখা হচ্ছে। তবে রেজাউল সম্পর্কে এখন পর্যন- কোন খোঁজ খবর পাওয়া যায়নি।
উল্লেখ্য যে, গত ১৪ ফেব্রুয়ারি ২০১২ তারিখ সকাল ৯ টার দিকে রেজাউল ইসলাম নওগাঁ শহরের আনন্দ নগর এলাকার ভাড়াটে বাসা থেকে আদালতে একটি মামলার হাজিরা দেয়ার জন্য বের হলে শহরের শাহী মসজিদের মোড় থেকে তাকে একটি মাইক্রোবাস যোগে কয়েকজন ব্যক্তি তাকে অপহরন করে নিয়ে যায়। এ ঘটনা জানতে পেয়ে তার বাবা রানীণগর উপজেলার আমিরপুর গ্রামের জসিম উদ্দীন সরদার ১৫ ফেব্রুয়ারি নওগাঁ সদর মডেল থানায় ওই জিডি করেন।
এলাকাবাসী ও তার পরিবারের লোকজন জানান, প্রবীন আওয়ামীলীগ নেতা ও সাবেক সুনাম ধন্য ইউপি মেম্বার জসিম উদ্দীন সরদারের ছোট ছেলে রেজাউল ইসলাম বিগত ৪ দলীয় জোট সরকারের সময় ষড়যন্ত্রের শিকার হয়ে বেশ কয়েকটি মামলার আসামী হন। এ সময় বাংলা ভাই ও তার সহযোগীরা রেজাউল ইসলামের আবাদপুকুরস’ শ্যালো মেশিন পার্টসের দোকান ভাংচূর ও লুটপাট করে। বাংলা ভাইয়ের অত্যাচার ও হুমকির মুখে তার বৃদ্ধ পিতা-মাতা ও পরিবারের লোকজন বাড়ি ঘর ছেড়ে পালিয়ে থাকতে বাধ্য হন। রেজাউল ইসলাম ওই সকল বিতর্কিত মামলায় গ্রেফতার হয়ে দীর্ঘদিন কারাগারে থেকে সমপ্রতি জামিনে মুক্ত হন। কারাগার থেকে বের হবার পর রেজাউল তার বৃদ্ধা মাকে নিয়ে আনন্দ নগরের বাসায় ভাড়া থাকতেন। রেজাউলের অভিভাবকরা জানান, ১৪ ফেব্রুয়ারি স্ত্রীকে নিয়ে বেড়ানোর কথা ছিল। কিন’ ওই দিনই সে অপহৃত হয়। এরপর থেকে তার সন্ধানে তার স্বজনরা র‌্যাব পুলিশসহ বিভিন্ন স’ানে ধর্না দিলেও কোন সন্ধান বের করতে পারেননি। রেজাউলের স্ত্রী মনি জানান, তার স্বামীকে কেউ অপহরন করতে পারে এমন আশংকা রেজাউল কখনও ব্যক্ত করেনি।
বাবা জসিম উদ্দীন জানান, আমার ছেলে এখন কোথায় জানিনা। আমি তাকে ফেরত চাই। আমি সরকারের কাছে অনুরোধ জানাই আমার ছেলে রেজাউলকে খুজে বের করে আমার কাছে ফেরত দেওয়া হোক। একই দাবিতে তিনি গত ১৬ ফেব্রুয়ারি নওগাঁ জেলা প্রেস ক্লাবে এক সংবাদ সম্মেলন করেছেন। ওই দিন তিনি বলেন, আমার বিশ্বাস রেজাউলকে কোন অপরাধীচক্র অথবা বিশেষ মহল বিশেষ উদ্দেশ্যে অপহরন করে নিয়ে গেছে।
এ বিষয়ে নওগাঁর অতিরিক্ত পুলিশ সুপার আহমার উজ্জামান বলেন, রেজাউল নিখোঁজ হওয়ার বিষয়ে থানায় জিডি হয়েছে। পুলিশ বিষয়টি ক্ষতিয়ে দেখছে। তবে এখন পর্যন- তার কোন সন্ধান পাওয়া যায়নি।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …