15 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ৩০ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / পীরগঞ্জে লোকালয়ে স্থাপিত ইট ভাটায় আগুন দেয়াকে কেন্দ্র করে উত্তেজনা

পীরগঞ্জে লোকালয়ে স্থাপিত ইট ভাটায় আগুন দেয়াকে কেন্দ্র করে উত্তেজনা

পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জের চতরায় এলাকাবাসীর আপত্তি ও পরিবেশ অধিদপ্তরের নির্দেশ উপেক্ষা করে উত্তর জনপদের বিখ্যাত ব্যবসা কেন্দ্র চতরা হাট সংলগ্ন জনবসতি এলাকায় স’াপিত ইট ভাটায় আজ রোববারে আগুন দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসীর মাঝে চরম উত্তেজনা দেখা দিয়েছে। আর যে কারনে সেখানে রক্তক্ষয়ী সংঘর্ষ ও প্রানহানীর আশংকা করছেন এলাকাবাসী। অভিযোগে জানা গেছে, মেসার্স রহমান ব্রাদার্স নামের একটি ব্যবসায় প্রতিষ্ঠান ইটভাটা স’াপনের জন্য উপজেলার চতরা এলাকার জনৈক আব্দুল কাদের সুমন এর জমি লীজ গ্রহণ ও ভাটা স’াপনের প্রস’তি গ্রহণ করে। ওই ভাটাটি বন্ধে এলাকার লোকজন জেলা প্রশাসক সহ সংশিস্নষ্ট দপ্তরে অভিযোগ করেন। প্রাপ্ত অভিযোগের ভিত্তিতে রংপুর পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আনোয়ার হোসেন সরেজমিন পরিদর্শন শেষে গত ১০ জানুয়ারী ওই ভাটা মালিককে কাজ বন্ধের নির্দেশ দেন। পরিবেশ অধিদপ্তরের এ নির্দেশ উপেক্ষা করে ভাটার কাজ অব্যাহত রাখা হয়। উত্তরাঞ্চলের ঐতিহ্যবাহী ব্যবসায়ী এলাকা চতরা হাটের মাত্র দু’শো গজ দুরেই ওই ইটভাটা স’াপন করা হয়েছে। চতরা একটি বানিজ্যিক কেন্দ্র ও জনবসতিপূর্ণ এলাকা। এখানে দুটি কলেজ তিনটি উচ্চ বিদ্যালয়, মাদ্রাসা, স্বাস’্য কেন্দ্র সহ শে ক’টি প্রতিষ্ঠান ও শতাধিক ঘরবাড়ি রয়েছে। প্রতি শুক্রবার ও মঙ্গলবার সাপ্তাহিক হাটের দিনে এখানে হাজারো মানুষের সমাগম হয় । এ ছাড়া প্রতিদিন বিকেল থেকে নিয়মিত বাজার বসে। এসব বাসা বাড়ি ও প্রতিষ্ঠানে কয়েক হাজার মানুষ অবস’ান করেন। জনবহুল এই স’ানে ইটভাটা স’াপিত হলে পরিবেশ বিনষ্ট হয়ে জনমানুষের বসবাসের অনুপযোগী হয়ে পড়বে। এমতাবস’ায় এলাকাবাসী জনবহুল ওই স’ানে ইটভাটা স’াপন বন্ধে জেলা প্রশাসন সহ সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের হসত্মক্ষেপ কামনা করেও কোন ফল না পাওয়ায় তারা নিজেরাই ভাটার কাজ বন্ধের উদ্যোগ নিয়েছে। কতিপয় ব্যক্তি ভাটা মালিকের পক্ষ নেয়ায় এলাকাবাসী দ্বিধান্বিত হয়ে পড়েছে। ফলে এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়েছে। আজ রোববার রাতে কোন এক সময় এলাকাবাসী সাথে চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে ভাটায় আগুন দেয়া হবে বলে জানা গেছে। এদিকে এলাকার হাজার হাজার সাধারন মানুষ ভাটা বন্ধের জন্য প্রস’তি নিয়েছে। এ জন্য এলাকায় এক সংঘাতময় পরিবেশের সৃষ্টি হয়েছে এবং যে কোন সময় বড় ধরনের সংঘর্ষ ও প্রাণহানীর আশংকা সৃষ্টি হয়েছে ।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …