এনবিএন ডেক্সঃ নওগাঁর রাণীনগরে মহিলার শ্লীলতাহানী ও ব্যাভিচারের অভিযোগে ক্লাব ঘরে আটক রাখার ঘটনায় পুলিশ মুন্টু (২৭) ও ছিদ্দিকুর রহমান (৪৫) নামের দুই মাতবরকে গ্রেফতার করেছে। মঙ্গলবার উপজেলার মিরাট ইউপির ধনপাড়া গ্রামের মাতবর ও ক্লাবের সদস্যরা দুই সন-ানের জননী এক গৃহবধুসহ আজাহার নামের এক ব্যক্তিকে ব্যাভিচারের অভিযোগে ক্লাব ঘরে আটক করে রাখে। সংবাদ পেয়ে পুলিশ তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় গৃহবধু বাদী হয়ে গ্রামের ১৫ জন মাতবর প্রধানসহ অজ্ঞাতনামা ৩০/৪০ জনকে আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছে।
রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহরিয়ার খাঁন জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টায় রাণীনগর উপজেলার মিরাট দক্ষিণপাড়া গ্রামের মৃত রিয়াজ এর ছেলে আজাহার পার্শ্ববতী ধনপাড়া খালের পাড়ে বদু নামের ব্যক্তির বাড়ীতে পাওনা টাকা নিতে যায়। স্বামী বাড়ী না থাকায় গৃহবধু তাকে ঘরে বসতে দিয়ে টাকা বের করে দেয়ার সময় জ্যাঠা শ্বশুরের ছেলে মুন্টু বাহির থেকে ঘরের দরজা বন্ধ করে দিয়ে হৈচৈ শুরু করে। অবৈধ কাজের মিথ্যা অভিযোগ দিয়ে হৈচৈ করতে থাকলে আশ-পাশ হতে বহুলোক এসে ঘরের দরজা খুলে দেয়। ধনপাড়া গ্রামের মুন্টু, ছিদ্দিকুর, মামুন, বেলাল, মজিবর, ভুটু, সেকেন্দার, রেজাউল, জব্বার, মোকছেদ,নাছির, সাবেক মেম্বার করিম, লোকমান, আবেদ আলী, বাবলুসহ আরো ৩০/৪০ জন গৃহবধুর চরিত্রের দোষ দিয়ে গৃহবধু ও আজাহারের বিচার করবে বলে জানায়। এক পর্যায়ে তারা আজাহারকে টানা হেঁচড়া করে জোর জবরদসি- করে নিয়ে যায়। তারপরই গৃহবধুকে টানা হেঁচড়া করে ঘর থেকে বের করে। এসময় নিষেধ করলে গৃহবধুকে মারপিট করে হাত বেঁধে টানা হেঁচড়া করে ধনপাড়া ক্লাবে নিয়ে যায়।
গৃহবধু ও আজাহার জানায়, নিয়ে যাবার সময় সকলে অশ্লীল কথা-বার্তা বলে এবং শরীরের বিভিন্ন জায়গায় হাত দেয় ও পরনের কাপড়-চোপড় টেনে শ্লীলতাহানী ঘটনায়। ক্লাব ঘরে দু’জনকে আটক রেখে বিচার ও জরিমানার ভয়-ভীতি দেখাতে থাকে। জরিমানার অংশ হিসেবে গৃহবধুর মোবাইল ফোনটি কেড়ে নিয়েছে। এ ঘটনার সংবাদ জানতে পেরে পুলিশ পাঠিয়ে ক্লাব ঘর থেকে আটক গৃহবধু ও আজাহারকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। এ ব্যাপারে গৃহবধু বাদী হয়ে ১৫ মাতবর-প্রধান, ক্লাবের সদস্যসহ আরো ৩০/৪০ অজ্ঞাতনামা আসামী করে থানায় একটি মামলা দায়ের করেছে। মামলা নং-১৯। তাং-২৮/২/১২ইং। মামলার প্রেক্ষিতে পুলিশ মুন্টু ও্র ছিদ্দিকুরকে গ্রেফতার করেছে। বুধবার তাদের আদালতের মাধ্যমে জেলা হাজতে প্রেরন করেছে। #
Home / প্রতিবেদন / নওগাঁর রাণীনগরে ব্যাভিচারের অভিযোগে ক্লাব ঘরে আটকে রেখে বিচার ও জরিমানার হুমকি ॥ ২ মাতবর গ্রেফতার
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …