পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের জিয়ানগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা সংঘর্ষে কমপক্ষে ২০ জন আহত হয়েছে। দুই গ্রামের বাসিন্দাদের মধ্যে বিরাজ করছে টান টান উত্তেজনা। যে কোন সময় ঘটতে পারে রক্তক্ষয়ী সংঘর্ষ। উপজেলার পাড়েরহাট ইউনিয়নের লাহুড়ী গ্রামের আঃ কুদ্দুস শেখ তার মহিষ পাল দেয়ার (প্রজননের) জন্য দড়িচর ইকরবুনিয়া গ্রামের আলী হোসেনের মহিষের কাছে নিয়ে যায়। কিন’ আলী হোসেনর তার মহিষ না দেয়ার জের ধরে উভয়ের মধ্যে বিতর্কে এক পর্যায়ে হাতাহাতি হয। এ নিয়ে পর দিন সোমবার লাহুড়ী গ্রামের ছালামের নেতৃত্বে একটিদল দড়িচর ইকরবুনিয়া গ্রামে প্রবেশ করে এলোপাথারি ভাবে হামলা চালায়। হামলায় নারী পুরুষসহ কমপক্ষে ২০ জন আহত হন বলে জানান আঃ জব্বার শেখ। এসময় আলী হোসেন (৬৫), রহিমা (২৫), আঃ জব্বার (৪৫), আফাজান বিবি (৫৫), হায়দার (৫৫), আঃ রব (৫৮), শিউলী (৪০), শাহিন (২২), আবু শেখ (৫৬) গুরুতর আহত হন। অপর দিকে ইকরবুনিয়া গ্রামের লোকজন পাল্টা হামলা চালালে ছালাম মৃধা (৩২), সেলিম (২৫), নান্নু (২০), চান্নু (২৪), ফ্রিদিস (২২) আহত হন। এই হামলা সংঘর্ষকে কেন্দ্র করে বুধবার লাহুড়ী গ্রামের সাবেক ইউপি সদস্য রাজ্জাক মেম্বরের ছেলে রাসেলের নেতৃত্বে এক দল বখাটে চর ইকরবুনিয়া গ্রামের মনির সিকদারের উপর বেপরোয়া হামলা চালায়। এ বিষয়ে উপজেলার আইন শৃংখলা সভায় পাড়েরহাট ইউপি চেয়ারম্যান শাহ আলম জানান, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ওই গ্রাম দুটি রনক্ষেত্রে পরিনত হওয়ার সম্ভাবনা রয়েছে। অপর দিকে ইন্দুরকানী থানার ওসি জাহাঙ্গীর হোসেন জানান, দুই গ্রামের মধ্যেই শানি- শৃংখলা বজায় রাখতে ইতোমধ্যে আমরা পুলিশ মোতায়েন করেছি। আহতরা বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন। তারা লিখিত অভিযোগ দিলেই আমরা ব্যবস’া গ্রহন করব।
Home / প্রতিবেদন / জিয়ানগরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হামলা সংঘর্ষে আহত ২০ ২ গ্রামের মধ্যে টান টান উত্তেজনা পুলিশ মোতায়েন
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …