এনবিএন ডেক্স: শুধু একটি যাত্রী ছাউনির অভাবে ধামইরহাট উপজেলার গুরুত্বপূর্ণ আমাইতাড়া মোড়ে বাস যাত্রী গণ চরম ভোগানিত্মর শিকার হচ্ছে। গুরুত্বপূর্ণ এই মোড়ে শতশত বাস যাত্রী বিভিন্ন কাজ কর্মে এই মোড় হয়ে গনত্মব্য স’লে যাতায়াত করে থাকে অথচ এই মোড়ে কোন যাত্রী ছাউনি নেই। ফলে যাত্রী সাধারনের বিশ্রাম ও প্রসাব পায়খানা চরম বিব্রত বোধ করতে হয়। গত ১০/১২ বছর পূর্বে এই মোড়ে নওগাঁ জেলা পরিষদ কর্তৃক একটি যাত্রী ছাউনী ছিল। জরাজীর্ন যাত্রী ছাউনি খানি সে সময় এক নির্বাহী অফিসার আকস্মিক ভাবে বিনা টেন্ডারে বিক্রি করে দেয়। তার পর আজ অবধি আমাইতাড়া মোড়ে কোন যাত্রী ছাউনি নির্মান করা হয়নি। ফলে বাস যাত্রীগণ চরম দূর্ভোগের মধ্য রয়েছে। জনস্বার্থে অত্র উপজেলার পৌর সদরস’ মোড় আমাইতাড়াতে একটি যাত্রী ছাউনী অনতি বিলম্বে দেয়া উচিত বলে অভিজ্ঞ মহল মত পোষন করেছেন।
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …