13 Falgun 1431 বঙ্গাব্দ মঙ্গলবার ২৫ ফেব্রুয়ারী ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / জিয়ানগরে কৃষি ব্যাংক ম্যানেজারের হাতে গ্রহক লাঞ্চিত

জিয়ানগরে কৃষি ব্যাংক ম্যানেজারের হাতে গ্রহক লাঞ্চিত

পিরোজপুর প্রতিনিধি: গত বুধবার বাংলাদেশ কৃষি ব্যাংক জিয়ানগর শাখায় একাউন্ট করতে গেলে ম্যানেজার ও ব্যাংকের অন্যান্য ষ্টাবদের হাতে লাঞ্চিত হয় এক গ্রহক। ব্যাংক থেকে ফিরে এসে গ্রহক গ্রামের সমাজকে জানান আমি মোঃ জাকির হোসেন ভাবানীপুর টেকনিক্যাল ও বিজনেস ম্যানেজমেন্ট কলেজের কম্পিউটার অপারেশন বিষয়ের প্রভাষক, বুধবার ১৫/০২/২০১২ইং তারিখ আমি বাংলাদেশকৃষি ব্যাংকে জিয়ানগর শাখায় একটি হিসাব খোলার জন্য যাই এবং একটি সঞ্চয়ী হিসাব খুলি যাহার নম্বর- ৩৫৬৩। উক্ত হিসাবের অনুকুলে ৫০০/= টাকা জামা দেই। জমা দেওয়ার পরে চেক বই চাওয়াতে ম্যানেজার আমার উপর ক্ষিপ্ত হয়ে উঠে এবং প্রচন্ড রেগে গিয়ে খুব খারপ ব্যবহার করে। নিজে তার চেম্বার থেকে উঠে গিয়ে আমার হিসাব ওপেনিং ফর্ম সহ আমার অন্যান্য কাগজ পত্র ছিড়ে ফেলেন ও আমার জমা দেওয়া ৫০০ টাকা ফেরত দেন। ব্যাংকের অন্য এক কর্মকর্তা আমার সাথে খুব খারাপ ব্যবহার করেন। কি কারনে আমার সাথে কৃষি ব্যাংকের ম্যনেজার ও অন্য ষ্টাফ খারাপ ব্যবহার করেছে আমি জানিনা এবং আমাকে কি কারনে বাংলাদেশ কৃষি ব্যাংক সেবা থেকে বঞ্চিত করেছেন আমার জানানাই। গ্রহক বলেন উক্ত ম্যানেজারের তদন- পূর্বক দৃষ্টান- মুলক শাসি- দাবি করি।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …