22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / ৭২ ঘন্টা ধর্মঘট পালনের লক্ষ্যে নওগাঁয় শ্রমিকদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

৭২ ঘন্টা ধর্মঘট পালনের লক্ষ্যে নওগাঁয় শ্রমিকদের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত

এনবিএন ডেক্সঃ বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রাজশাহী বিভাগীয় আঞ্চলিক কমিটির ডাকে পরিবহন শ্রমিকদের নিয়োগপত্র, সহজ শর্তে ড্রাইভিং লাইসেন্স প্রদান, নবায়ন, নথিভুক্ত, হাইওয়ে ও শহরের মধ্যে নসিমন, করিমন, ভটভটি অবৈধ চলাচল বন্ধ, মহাসড়কে হাইওয়ে পুলিশের চাঁদাবাজি বন্দসহ ৮ দফা দাবি আদায় এবং আগামী ২২ ফেব্রুয়ারি সকাল থেকে সমগ্র রাজশাহী বিভাগে ৭২ ঘন্টা ধর্মঘট বাস-বায়নের লক্ষ্যে নওগাঁয় বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুরে নওগাঁ জেলা মটর শ্রমিক ইউনিয়নের আয়োজন করে। নওগাঁ বাস টার্মিনাল শ্রমিক ভবন থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের প্রধাদন প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলটির নেতৃত্ব দেন জেলা মটর শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ আব্দুর রাজ্জাক। অন্যান্যর মধ্যে জেলা মটর শ্রমিক ইউনিয়নের সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, যুগ্ম সাধারণ সম্পাদক আফছার আলী, সড়ক সম্পাদক মহসীন আলী, দপ্তর সম্পাদক শরীফুল ইসলা লিটন প্রমুখ সহ প্রায় দেড় শতাধিক শ্রমিক উপসি’ত ছিলেন। পরে তারা জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করেন। অপরদিকে, শ্রমিকের ৮ দফা দাবী ও ৭২ ঘন্টা ধর্মঘট সফল করার লক্ষ্যে জেলা ট্রাক, ট্রাংকলরী, কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন নওগাঁ কেন্দ্রীয় বাস ষ্ট্যান্ড থেকে অনুরূপ একটি বিক্ষোভ মিছিল বের করে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। মিছিলটির নেতৃত্ব দেন সংগঠনের আহবায়ক মোহাম্মদ আলী। এছাড়াও সংগঠনের যুগ্ম আহবায়ক লেলিনসহ প্রায় শতাধিক শ্রমিক বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করে।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …