22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / কৃষি সংবাদ / ভাল দাম পাওয়ার লোকসান কাটিয়ে উঠার প্রত্যাশা আলু চাষির মুখে হাসি

ভাল দাম পাওয়ার লোকসান কাটিয়ে উঠার প্রত্যাশা আলু চাষির মুখে হাসি

এনবিএন ডেক্স: গতবারের লোকসান কাটিয়ে উঠার স্বপ্ন দেখতে শুরু করেছেন নওগাঁর আলু চাষিরা। আলুর দাম বৃদ্ধির কারণে আলু তোলার আগেই চাষিদের মুখে হাসি ফুটেছে। আর উৎপাদন কম হওয়ার আশংকায় কোল্ড স্টোর মালিকরা আগে থেকেই চাষিদের সঙ্গে যোগাযোগ করে যাচ্ছে। গত মৌসুমে এ সময়ে আলুর যে দাম ছিল তার চেয়ে প্রায় দ্বিগুন দামে বর্তমানে আলু বিক্রি হচ্ছে। যদিও হঠাৎ করে বেশকিছু আলু ক্ষেতে কান্ড পচা রোগ আক্রান- করেছে। নওগাঁ কৃষি অধিদপ্তর সূত্রে জানা গেছে, এ বছর নওগাঁ জেলায় ৪০ হাজার ১৬৪ হেক্টর জমিতে আলূচাষ হয়েছে। অঞ্চলের অর্থকরী কৃষি ফসলের মধ্যে অন্যতম। এখনো আলু উপযোগী ভূমি হওয়ার জন্য প্রতি বছরই ব্যাপক জমিতে আলু চাষ হয়ে থাকে। এবারও তার ব্যতিক্রম ঘটেনি। আলু উঠার আগেই ব্যবসায়ীরা মাঠে মাঠে আলু নিতে ছুটছেন কৃষকদের কাছে। বর্তমানে প্রতি বস-া (৮৫ কেজি) আলুর দাম ৮শ’ টাকার উপরে যেখানে গত বছর ছিল সাড়ে ৪শ’টাকা। তবে আলুর ফলন কম, অগ্রিম বারজাতকে মৌসুমের শুরুতেই আলূর দাম বৃদ্ধির কারণ হিসেবে মনে করছেন অনেকেই। এছাড়াও জেলার বিভিন্ন উপজেলায় আলু গাছে নাবী ধ্বস রোগ আক্রমন হয়ে হাজার হাজার হেক্টর জমির আলুর ক্ষতি হয়েছৈ। যার চাপ পড়েচে এখানকার আলুতে। তবে এখানেও কিছু জমিতে কান্ড পচা রোগে আঘাত হানলেও কৃষকরা তা সামলিয়ে নিয়েছে। আলু চাষি বিপুর জানান, নওগাঁ সদর উপজেলার কিছু জমিতে কান্ড পচা রোগ দেখা দেয়। তবে পরিচর্যা করে চাষিরা তা কাটিয়ে উঠেছে। তিনি আরো বলেন, আলু সংরক্ষণ করতে হলে পরিপক্ক আলু স্টোরে রাখতে হবে। স্টোর পূরণ না হওয়ার আশংকায় স্টোর মালিকরা এখন ছুটছেন মাঠে মাঠে চাষির ঘরে ঘরে। গত বছর যা ছিল ঠিক বিপরীত। মাহমুদ কোল্ড স্টোরের ম্যানেজার আব্দুর রহমান বলেন আলুর উপর ভিত্তি করে জেলায় ব্যক্তি মালিকানায় গড়ে উঠেছে ১০টি কোল্ড স্টোরেজ। যেখানে আলু সংরক্ষণ করা যাবে প্রায় ১২ লাখ বস-া। আশানুরুপ উৎপাদন হলে এবারো কোল্ড স্টোরগুলো ভরে যাবে বলে দাবি করেন তিনি। নওগাঁ জেলা কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক নুরুজ্জামান বলেন, আলুর চাহিদা ঠিকই আছে। অর্থনীতিতে কোন পণ্যের উৎপাদন বেড়ে গেলে দাম ও চাহিদা কমতে থাকে। এবারে আলুর উৎপাদন কম হওয়ায় দাম বৃদ্ধি পাচ্ছে। এছাড়াও এবার আরো বেশী আলু বিদেশে রপ্তানি হবে বলেও আশা করা হচ্ছে। তিনি আরো বলেন, এবার গত বছরের চেয়ে প্রায় ১হাজার হেক্টর কম জমিতে আলূ চাষ হয়েছে।

আরও পড়ুন...

নওগাঁর রাণীনগরে অভিযানে কারেন্ট-রিং জাল জব্দ ॥ জরিমানা আদায়

এনবিএন ডেক্সঃ নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করে অবৈধ কারেন্ট ও রিং জাল দিয়ে …