1 Joishtho 1431 বঙ্গাব্দ বুধবার ১৫ মে ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / কৃষি সংবাদ / নওগাঁয় কৃষি উপকরন ও মজুরীর মুল্য বৃদ্ধিতে কৃষককুল দিশেহারা।

নওগাঁয় কৃষি উপকরন ও মজুরীর মুল্য বৃদ্ধিতে কৃষককুল দিশেহারা।

এনবিএন ডেক্স: সার, ডিজেল, সেচ, বিদ্যুৎ ও মজুরীর দামবৃদ্ধি পাওয়ায় গত বছরের তুলনায় এ বৎসর একর প্রতি ৫ হাজার টাকা খরচ বৃদ্ধির চিনত্মা মাথায় নিয়ে নওগাঁর জেলার কৃষককুল ইরি-বোরো চাষের জন্য মাঠে নেমেছেন। গত বছরের তুলনায় ইরি বোরো চাষের জন্য কৃষি উপকরন ইউরিয়া সার প্রতি বসত্মা ১ হাজার টাকা, যা গত বছর ৬ শত টাকা ছিল। জিপসার প্রতি বসত্মা ৪২৫ টাকা, যা গত বছর ছিল ৩৯০ টাকা। টি,এসপি সার প্রতি বসত্মা ১৩০০ টাকা যা গত বছর ছির ১১ শত টাকা। সেচের মুল্য প্রতি বছর একর ৩ হাজার ১ শতক ৫০ টাকা যা গত বছর ছিল ২৬ শত টাকা। হালচাষ গত বছর ছিল একর প্রতি ১২ শত টাকা বর্তমানে ১৬ শত টাকা, মজুরী মুল্য একর প্রতি ১৮ শত টাকা যা গত বছর ১৩ থেকে ১৪ শত টাকায় সীমাবদ্ধ ছিল। এবার বোরো চাষ করতে গিয়ে চাষীদের গত বছরের তুলনায় একর প্রতি ৫ হাজার টাকা বেশি খরচ দিতে হবে, আর এ আশংকায় জেলার সকল কৃষক আজ দিশেহারা। কৃষি উপকরনের মুল্য বৃদ্ধি হলেও কৃষি উৎপন্ন পণ্যের মুল্য বৃদ্ধি পায়নি। তাছাড়া এবার আমন ধানের মুল্য তুলনায় মুলক গতবারের চেয়ে খুব একটা সনেত্মাষজনক নয়। যার কারনে এখনো অনেক কৃষক ধান পালা করে রেখে দিয়েছে। আবার কেউবা বাধ্য হয়ে কম দামে ধান বিক্রি করতে বাধ্য হচেছ। এ ব্যাপারে নওগাঁ জেলা কৃষিসপ্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নুরুজ্জামান বলেন, ডিজেল, সার ও অন্যান্য উপকরনের মুল্য বৃদ্ধি পাওয়ায় চলতি মৌসুমে কৃষকদেরকে খরচের হার একটু বেশি গুনতে হবে। অপরদিকে বরেন্দ্রর আওতাধীন গভীর নলকূপ গুলোর অপারেটর কর্তৃক কৃষকদের হয়রানী করা হচ্ছে বলে অনেক কৃষক অভিযোগ করেন। বাড়তি টাকা না দিলে পানি সময় মতো না দেওয়া অযথা হয়রাণী করা সহ নানা বিড়ম্বনার শিকার হচ্ছে গভীর নুলকূপের আওতাধীন কৃষকগণ। এ ব্যাপারে সংশিস্নষ্ট কর্তৃপড়্গের সু-দৃষ্টি প্রয়োজন বলে অভিজ্ঞ মহল মতপোষন করেন।

আরও পড়ুন...

খাদ্যশস্য ধারণক্ষমতা ৩৫ লাখ মেট্রিকটনে উন্নীত করা হবে: নওগাঁয় খাদ্যমন্ত্রী

এনবিএন ডেক্সঃ  খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার বলেছেন, দেশের খাদ্যগুদামে খাদ্যশস্য ধারণ ক্ষমতা ৩৫ লাখ মেট্রিকটনে …