20 Agrohayon 1431 বঙ্গাব্দ বুধবার ৪ ডিসেম্বর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / ভোলাহাটে চঃ বিঃ বিদ্যালয়ে ২ শিবির নেতা হত্যার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত।

ভোলাহাটে চঃ বিঃ বিদ্যালয়ে ২ শিবির নেতা হত্যার প্রতিবাদে সমাবেশ অনুষ্ঠিত।

ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধিঃ
জামায়াতে ইসলামী বাংলাদেশ ভোলাহাট উপজেলা শাখার উদ্যোগে গত শনিবার বৈকাল ৪ ঘটিকার সময় উপজেলা আমীর মাওঃ গোলাম কবির সভাপতিত্বে চট্টগ্রাম বিঃ বিদ্যালয়ের ২ শিবির নেতা মাসুদ বিন হাবিব এবং মোজাহিদুল ইসলামকে নৃশংসভাবে হত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ সমাবেশ জামায়াত অফিস প্রঙ্গণে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- উপজেলা ভাইস চেয়ারম্যান লোকমান আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন- উপজেলা সেক্রেটারী মাঃ শাজাহান আলী, উপজেলা কর্মপরিষদ সদস্য ক্বারী আলাউদ্দিন, উপজেলা শিবির সভাপতি মাসুদ রানা, তৈয়ব আলী, মাওঃ মফিজ আলী প্রমূখ। নেতৃবৃন্দ বলেন- আ’মী লীগ সরকার দেশ থেকে ইসলাম নির্মূলের অংশ হিসেবে ইসলামী আন্দোলনকে নেতৃত্ব শূণ্য করার জন্যই জামায়াত ও শিবিরের নেতা কর্মীদের নির্বিচারে হত্যা করছে। শুধু তাই নয়, সরকার এক দিকে ছাত্রলীগের খুনিদের বাহ্বা ও আশ্রয় দিচ্ছে, অন্যদিকে হত্যা এবং নির্যাতনের শিকার জামায়াত ও শিবিরের নেতা কর্মীদের গ্রেফতার করছে।
আওয়ামী সরকার ক্ষমতাকে আঁকড়ে ধরে রাখতে খুন ও গুমের রাজনীতির পথ বেছে নিয়েছে। সরকারের প্রত্যক্ষ মদদে দেশজুড়ে চলছে অরাজকতা। সরকারের ব্যর্থতা ও ছাত্রলীগের কু-কীর্তি জনসম্মুখ থেকে আড়াল করার জন্যই তারা ছাত্রশিবির ও জামায়াতের উপর জুলুম-অত্যাচার, নির্যাচন চালাচ্ছে। বক্তাগণ অবিলম্বে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের হাতে শিবির নেতৃবৃন্দকে হত্যার তীব্র নিন্দা ও দোষীদের দৃষ্টান-মূলক শাসি-র দাবী জানান।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …