22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁয় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ১কিঃমিঃ সড়ক নির্মাণ

নওগাঁয় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ১কিঃমিঃ সড়ক নির্মাণ

এনবিএন ডেক্স: নওগাঁ পৌরসভা ও এলাকাবাসীর সহযোগিতায় স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে পার নওগাঁয় কদমতলী-রহমানীয়া এক কিলোমিটার সড়কের নির্মাণ কাজের মাটিকাটা শুরু হয়েছে। গতকাল শুক্রবার সকালে পৌর মেয়র নাজমূল হক সনি নতুন সড়কের উপর মাটি তুলে দিয়ে এই কাজের উদ্বোধন করেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে পৌর কাউন্সিলর সোহেল রানা, কাউন্সিলর কলিন্স, সাবেক কাউন্সিলর শহীদুল ইসলাম লতিফ সহ এলাকার গণ্যমান্য ব্যাক্তবর্গসহ শতাধিক লোক উপসি’ত ছিলেন। পরে তারা সকলে মিলে এক কিঃমিঃ রাস্তার মাটি কেটে সড়ক নির্মাণ করেন।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …