আজমিরীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি:
আজমিরীগঞ্জ থানা ওসির শাসি-র দাবিতে উপজেলা ছাত্রলীগের সভা অনুষ্টিত হয়েছে গতকাল সন্ধ্যা ৭টায়। সভা বক্তারা বলেন,দীর্ঘদিন ধরে ওসি এনামুল হক্ব এলাকায় ঘূষ বানিজ্য চালিয়ে আসছে। এসব অপকর্মের প্রতিবাদ করা তিনি ছাত্রলীগ নেতাদের উপর ক্ষিপ্ত হয়ে উঠেন। বক্তারা বলেন,গত বঙ্গলবার রাতে আজমিরীগঞ্জ জিউর আখড়া ভিতরে সরস্বতী পূজা উপলক্ষে অনুষ্ঠান চলছিল। রাত ১২টার দিকে ওসির নির্দেশে একদল পুলিশ অনুষ্ঠান থেকে রাকু রায়কে আটক থানায় নিয়ে যায়। এরপর মাদকা সক্ত বলে কোর্টে হাজির করে জেল প্রেরণ করেন।বক্তরা বলেন ওসি এনামুল হক্ব শুধু ছাত্রলীগ নেতা নাজেহাল করেই ক্ষান- হনন তিনি স’ানীয় আ”লীগ.যুবলীগ নেতাদেরকে ও তিনি অসম্মানজনক কথাবর্তা বলেন বিভিন্ন সময়। ছাত্রলীগ নেতগণ সভা অবিলম্বে ওসি এনামুল হককে আজমিরীগঞ্জ থেকে বদলি করে তার বিরুদ্ধে আইনসঙ্গত ব্যবস’া গ্রহনের দাবি জানানো হয়। থানা ছাত্রলীগের সহসভাপতি টিটন মাহমুদরে সভাপতিত্বে অনুষ্টানে উপজেলা ছাত্রলীগের নেতাকর্মী উপসি’ত ছিলেন।
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …