23 Magh 1431 বঙ্গাব্দ বৃহস্পতিবার ৬ ফেব্রুয়ারী ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / সিরাজগঞ্জের বৈধ একটি অবৈধ ২০টি মদের দোকান মাদক দ্রব্য নিয়ন্ত্রন অফিস নির্বিকার!

সিরাজগঞ্জের বৈধ একটি অবৈধ ২০টি মদের দোকান মাদক দ্রব্য নিয়ন্ত্রন অফিস নির্বিকার!

সিরাজগঞ্জ প্রতিনিধি:সিরাজগঞ্জের বৈধ মদ মাদক দ্রব্য একটি হলেও দেশী (বাংলা) মদের দোকান চালু রয়েছে অন-ত ২০টি। সিরাজগঞ্জ শহরের দেশী মদের দোকানের আশ পাশের ঝুপরীঘর, মুদির দোকান, বাসাবাড়ি ও সুইপার কলোনীতে এসব মদের ব্যবসা চালু রয়েছে দির্ঘদিন থেকে। সরকারীভাবে শুক্রবার অনুমোদিত মদের দোকান বন্ধ থাকলেও অবৈধভাবে গড়ে উঠা দোকান থেকে গভীর রাত পর্যন- মদ বেচা কেনা হয়। জনবহুল রাস-ায় এঘটনা ঘটলেও প্রশাসন বা আইনশৃঙ্খলা বাহিনী কোন অভিযান বা ধরপাকড় করছে বলে সামপ্রতিক কালে উদাহরণ নেই। অভিযোগ উঠেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রনকারী সংস’া মাসোহারা উপঢৌকনের মাধ্যমে এ সুযোগ দিয়েছে। সরকারের লাইসেন্স প্রাপ্ত বাংলা দেশী মদের দোকান থেকে লাইসেন্সের শর্তভঙ্গ করে অবাধে অনিয়ম তান্ত্রিক ভাবে মদ বিক্রি করায় জেলায় মাদক নিয়ন্ত্রন কার্যক্রম মুখ থুবড়ে পড়ার আশংকা দেখা দিয়েছে। সূত্র থেকে জানা যায়, শহরের এসবি ফজলুল হক রোডে সরকার অনুমোদিত দেশী মদের দোকান রয়েছে। রাত ৮টা পর্যন- মদ বিক্রি করার নিয়ম থাকলেও নিয়ম ভেঙ্গে রাত ৯/১০টা এমনকি অনেক সময় গভীর রাত পর্যন- মদ বিক্রি করা হয়। কাচেঁর বোতলে মদ বিক্রির নিয়ম থাকলেও মদ বিক্রি করা হচ্ছে অস্বাস’্যকর প্লাষ্টিকের বোতল এবং পলেথিনে। ভয়াবহ খবর হলো মদ সেবন কারীরা মদ বহনে ১০/২০ টাকা বিনিময়ে শিশুকিশোরদের ব্যবহার করছে। শুক্রবার মদ বিক্রি বন্ধ রাখার নিয়ম থাকলেও শুক্রবারেও মদ বিক্রি করা হয় বলে এলাকাবাসী জানায় বাংলা মদের দোকান থাকলেও মদের দোকানে আশ পাশের এলাকায় মুদির দোকান, চৌঙ্গঘর, চায়ের ষ্টল, বাসাবাড়ীসহ কমপক্ষে ২০টি জায়গা থেকে বাংলা ও দেশী তৈরী চোলাই মদ অবাধে বিক্রিকরা হচ্ছে। সিরাজগঞ্জ সরকারী অনুমোদন প্রাপ্ত দেশী মদের দোকান ছাড়াও জেলার উল্লাপাড়া উপজেলা সদরে, মোহনপুর ষ্টেশন বাজারসহ জেলার বিভিন্ন জায়াগায় লোকের মাধ্যমে সিরাজগঞ্জ থেকে বাংলা মদ বিক্রি করা হচ্ছে বলে একটি সুত্র দাবী করছে। মদ সেবনে বৈধ কার্ডধারী ব্যক্তি ছাড়াও অন্যদের কাছে বেআইনী ভাবে মদ বিক্রি করা হচ্ছে। মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী আলহাজ্ব আব্দুল লতিফ বিশ্বাস এমপি জেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দ সমাজের বিভিন্ন শ্রেনী পেশার মানুষের দাবীর পরিপ্রেক্ষিতে সিরাজগঞ্জ জেলা প্রশাসন, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের ঐকানি-ক প্রচেষ্টায় সিরাজগঞ্জ জেলাকে মাদক মুক্ত করার জন্য নিরলস ভাবে কাজ করে যাচ্ছেন ঠিক তখন কেরু এন্ড কোম্পানী তৈরী বাংলা দেশী মদ বিক্রির জন্য সরকারের অনুমোদন আছে এই অজুহাতে মদ বিক্রির শর্তভঙ্গ করে বেআইনী অনিয়মতান্ত্রিক ভাবে সিত্মাজগঞ্জে অবাধে বাংলা দেশী মদ বিক্রি করায় জেলায় মাদক নিয়ন্ত্রন অভিযান ব্যহত হওয়ার আংশঙ্কা দেখা দিয়েছে। সিরাজগঞ্জে বাংলাদেশী মদ আইন মেনে যথাযথ নিয়মে বিক্রির ব্যবস’া করতে জেলা প্রশাসন, পুলিশ বাহিনী, জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গুরুত্ব সহকারে ব্যবস’া গ্রহন করবে সচেতন সিরাজগঞ্জ বাসীর জোর দাবী এটাই।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …