22 Chaitro 1431 বঙ্গাব্দ শনিবার ৫ এপ্রিল ২০২৫
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / দালালদের দালালি দৌরত্বে আজ দেশের মানুষ অতিষ্ঠ॥

দালালদের দালালি দৌরত্বে আজ দেশের মানুষ অতিষ্ঠ॥

এনবিএন ডেক্স: দালালদের দালালি আর দৌরাত্বে দিশেহারা হয়ে পড়েছে দলমত নির্বিশেষে সর্বমহল ও সাধারণ মানুষ। দালালেরা দেশের সর্বোচ্চ মহল থেকে শুরু করে ৬৮হাজার গ্রাম বাংলার তৃণমূল পর্যায়ে রয়েছে তাদের শক্তিশালী ব্লাক নেটওয়ার্ক । তাদের আশ্রায় প্রশ্রয় ও সহায়তা দিতে রয়েছে বস্‌ বা গডফাদার নামে বিশেষ প্রাণী। যারা গ্রিন রুমে থেকে ব্লাক সিগ্‌ন্যালে চালিয়ে যাচ্ছেন পর্দার অন্তরালে ঘটিয়ে চলেছেন বিরতিহীন অপকর্ম। সাধারন মানুষের প্রবেশাধিকার না থাকলেও দালালদের প্রবেশাধিকার নিশ্চিত করে থাকে সেই অফিসেরই দালালদের গডফাদার। ইউনিয়ন, থানা, জেলা, বিভাগ থেকে সর্বোচ্চমহল পর্যন্ত শক্তিশালী ব্লাক নেটওয়ার্ক এইকাজ চালিয়ে যাচ্ছে বলে দালালরা বাতির নিচেই অন্ধকারে ধরা ছোয়ার বাইরে থেকে যাচ্ছে। অপরাধ জগতে অবাধ বিচরণ করে এই দালালেরা কোথাও সোর্স কোথাও স্টাফের লোক কোথাও বসের দেশের বাড়ির লোক পরিচয়ে। ইউনিয়ন পর্যায়ে চেয়ারম্যান, এমনকি চকিদারের পাশেও রয়েছে নিজস্ব দালাল। থানায় ওসি, এসআই, এএসআই এমনকি কনস্টেবল পর্যায়েও রয়েছে ঐ দালালরা। উপজেলা কর্মকর্তা-কর্মচারী, জেলা কর্মকর্তা-কর্মচারী, বিভাগীয় কর্মকর্তা-কর্মচারী দেশের দু একটি অফিস ছাড়া সর্বত্রই একই অবস্থা বলে ভূক্তভোগীরা জানান। এই দালালদের কারনে দেশের সর্বত্রই ঘটে যাচ্ছে অনাকাঙ্খিত, অবাঞ্চিত ঘটনা। সামপ্রতি ব্যর্থ সেনা অভ্যুত্থান, শেয়ার বাজার কেলেংকারী ও ধ্বস দালাল চক্রের কর্মকান্ডের উজ্জ্বল সাক্ষ্য বহন করছে। অতি সামপ্রতি পুলিশ বিভাগে লোক নিয়োগসহ বিভিন্ন সেক্টরে লোক নিয়োগে দালালিতে দালালরা আঙ্গুল ফুলে কলাগাছ হওয়ার আলামত পাওয়া যায়। অপর পক্ষে প্রতারিত হয়ে me©¯^vš— হয়েছে বেকার চাকুরী প্রার্থী পরিবারবর্গ যা পেপার পত্রিকা ও গণমাধ্যমে প্রকাশ ও প্রচারিত হয়েছে। এই দালাল চক্রের মধ্যে সরকারী-বেসরকারী চাকুরীজীবী, কিছু হলুদ সাংবাদিক, উচ্চ শিক্ষিত, অর্ধ শিক্ষিত ও অশিক্ষিত ব্যক্তিবর্গ জড়িত। পাগলা কুকুর যেমন যে কোন মুহুর্তে মানুষকে কামড়ে ক্ষতি করে সেই আশংকায় মানুষ পাগলা কুকুরের ভয়ে ভীত সন্তস্ত্র থাকে তেমনি দালাল চক্রের ভয়ে ভীত সন্তস্ত্র সাধারণ মানুষ। এই দালাল চক্রের হাত থেকে দেশ ও জাতির রক্ষার্থে ন্যায় নীতিবান সুযোগ্য নেতৃত্ব দ্বারা এই চক্র প্রতিরোধে এগিয়ে আসতে হবে সর্ব মহল ও সাধারণ মানুষের। অন্যথায় দেশ ও জাতির অপূরনীয় ক্ষতি হবে যা পূষিয়ে নিতে অপেক্ষা করতে হবে, বেশ কিছু সময়।

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …