8 Kartrik 1431 বঙ্গাব্দ বুধবার ২৩ অক্টোবর ২০২৪
সদ্যপ্রাপ্ত সংবাদ »
Home / প্রতিবেদন / নওগাঁর মান্দায় দু’পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত

নওগাঁর মান্দায় দু’পক্ষের সংঘর্ষে পাঁচজন আহত

এনবিএন ডেক্স: নওগাঁর মান্দা উপজেলার সদলপুর মৌজায় গভীর নলকূপে জমিতে সেঁচের পানি দেয়ার রেট নির্ধারনকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের ৫ জন আহত হয়েছেন। শনিবার সকাল ১০টার দিকে সদলপুর মৌজায় অবসি’ত গভীর নলকূপের কৃষক সমাবেশে সংঘর্ষের এ ঘটনা ঘটে। আহতরা উপজেলা স্বাস’্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। সদলপুর গ্রামের কৃষক নিজাম উদ্দিন জানান, সেচ কাজ শুরু হবার আগেই এলাকার কৃষকরা অপারেটর আশরাফুল ইসলামের কাছে জমির রেট নির্ধারনের দাবি জানান। কৃষক খলিলুর রহমান দাবি করেন, অপারেটর আশরাফুল ইসলাম প্রতিবছর কৃষকদের কাছ থেকে অতিরিক্ত হারে ভাড়া আদায় করে আসছেন। কৃষকদের দাবির মুখে অপারেটর আশরাফুল ইসলাম শনিবার সকালে সদলপুর মোড়ে বৈঠক আহবান করেন। বৈঠক চলাকালে কৃষষদের সাথে অপারেটরের বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে অপারেটর আশরাফুল ইসলাম স’ানীয় ইউপি সদস্য বেলাল হোসেনকে লাঞ্ছিত করেন। এতে কৃষকরা ক্ষিপ্ত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। সংঘর্ষে উভয়পক্ষের ৫ জন আহত হন। এরা হলেন সদলপুর গ্রামের নিজাম উদ্দিন (৪০), খলিলুর রহমান (৩৮), আব্দুল খালেক (৩৩), আবুল কাশেম মালাকর (৪৫) ও মেয়াই গ্রামের ফয়েজ উদ্দিন (৩৫)। এ ঘটনায় ইউপি সদস্য বেলাল হোসেন থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। থানার ইন্সপেক্টর (তদন-) মোস-ফা কামাল জানান, ঘটনার তদন- করে প্রয়োজনীয় ব্যবস’া নেয়া হবে। #

আরও পড়ুন...

বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য

এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …