এনবিএন ডেক্সঃ নওগাঁর বদলগাছীতে আলোচিত মেধাবী কলেজ ছাত্র সালাতুজ্জোহা কর্নেল হত্যাকারীদের দৃষ্টান- মুলক শাসি-র দাবীতে এলাকাবাসী মানব বন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। রবিবার দুপুুর ১২ টার দিকে উপজেলার মথুরাপুর বাজারে গোবরচাপা-পত্নীতলা সড়কের দুই পাশে এলাকার শত-শত নারী পুরুষ, স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী ঘন্টাকাল ব্যাপী মানব বন্ধনপালন করে। মানববন্ধন শেষে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভকারীরা অবিলম্বে কর্নেলের হত্যাকারীদের ফাঁসি দাবী করেন।
উল্লেখ্য, গত ৩০ ডিসেম্বর নেশার টাকা যোগাড় করতে গিয়ে সন্ত্রাসীরা দামী মোবইল নিয়ে নিতে গোবরচাপা কলেজের মেধাবী ছাত্র কর্নেলকে খুন করে। ১ জানুয়ারী হত্যাকাারীদের গ্রেফতার করে একটি পরিত্যক্ত ল্যাট্রিনের হাউজ থেকে পুলিশ কর্নেলের লাশ উদ্ধার করে। এই ঘটনায় নিহত ছাত্রের বাবা মোশারফ হোসেন বাদি হয়ে বদলগাছী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। #
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …