এনবিএন ডেক্স: নওগাঁর সদরের জুলি আক্তার তানজিলা (১৫) কে উদ্ধার করেছে নওগাঁ সদর মডেল থানার পুলিশ। নওগাঁ সদর মডেল থানার অফিসার ইনচার্জ আমিনুর রহমান জানান, গত ৭ জানুয়ারী চকনদীকুল গ্রামের জুয়েল হোসেনর স্কুল পড়-য়া মেয়ে জুলি আক্তার তানজিলা কে একই গ্রামের কতিপয় যুবক অপহরন করে নিয়ে যায় মর্মে অপহৃতা জুলির পিতা জুয়েল হোসেন গত ৮ জানুয়ারী বিকালে একটি অপহরণ মামলা দায়ের করেন। গোপন সংবাদের ভিত্তিতে নওগাঁ সদর মডেল থানার এস আই নুরুল ইসলাম সঙ্গীয় ফোর্স সঙ্গে নিয়ে নড়াইল জেলা থেকে ১২ ঘন্টার মধ্যে ভিকটিমকে উদ্ধার করে। মামলার বিবরণে জানা যায় জুয়েল হোসেনের মেয়ে জুলি আক্তার তানজিলা তিলকপুর উচ্চ বিদ্যালয়ে ৯ম শ্রেণীতে লেখা পড়া করত। গত ৭ জানুয়ারী বেলা ১১টার সময় জুলি তিলকপুর স্কুল থেকে প্রাইভেট পড়ে বাড়ী ফেরার পথে দাঁড়ারকুল ইট ভাটার কাছে পৌছলে একই গ্রামের আবুল সরদারের ছেলে সুরুজ (২৪), আকতার ফারুকের ছেলে সুমন (২৩), মৃত ময়েন উদ্দীনের ছেলে পলাশ (২৪) ও নওগাঁ শহরস’ গোস্তাহাটীর মোড় এলাকার কাজী আবুল হোসেন (৪০) জোড় পূর্বক মটরসাইকেল যোগে জুলিকে অপহরণ করে নিয়ে যায়। অপর দিকে স্থানীয় লোকজনকে জিজ্ঞাসাবাদ করে জানা যায়, ঘটনার দিন কোন প্রকার অপহরণের মত কাজ হয়নি। মামলার বাদীর বাড়ীতে সুরুজ একই সঙ্গে বসবাস করত এবং তার দোকানের কর্মচারী ছিল। এই সুবাদে সুরুজের সঙ্গে জুলির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে জুলি স্বেচ্ছায় সুরুজের সঙ্গে চলে যায়। এবং তারা পরস্পর বিয়ে করেছে বলে ও জানা যায়। কিন’ প্রভাবশালী ভিকটিমের পিতা মোঃ জুয়েল হোসেন এ সম্পর্ক মেনে না নিয়ে মিথ্যে হয়রানি মূলক মামলা করে কয়েকটি পরিবাকে ধ্বংস করছে বলে এলাকা বাসীর অভিযোগ রয়েছে।
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …