এনবিএন ডেক্সঃ গত সোমবার সকালে নওগাঁর পোরশায় পানি দিয়ে ইট ভাটার ইট ভেজানোকে কেন্দ্র করে মারামারীতে দুপক্ষের ২ জন আহত হয়েছে। সাংবাদিক এম,রইচ উদ্দিন জানান, নিতপুরের রঘুনাথপুর ইটভাটার মালিক মেজবাউল ও পানি সেচ দেওয়া পক্ষের ইব্রাহীম গ্রুপের মধ্যে মারামারিতে মেজবাউল পক্ষের বড়বাগান পাড়ার গামার ছেলে মফিজুল ইসলাম ও ইব্রাহীম পক্ষের টেকঠা গ্রামের আফজাল হোসেনের ছেলে ইয়াছিন মেম্বার আহত হন। তাদেরকে পোরশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয়েছে। পোরশা থানার ওসি এবিএম রেজাউল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
আরও পড়ুন...
বে-সরকারী সংস্থার উদ্যোগে নওগাঁয় স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পা এখন সুস্থ্য
এনবিএন ডেক্স : স্বামী কর্তৃক অগ্নিদগ্ধ গৃহবধু সম্পাকে দীর্ঘদিন ঢাকায় বার্ণ হাসপাতালে চিকিৎসার পর সুস্থ্য …